ইউরেনিয়াম সমৃদ্ধকরণ কেন্দ্রে কিমের দুর্লভ ছবি প্রকাশ উত্তর কোরিয়ার
উত্তর কোরিয়ার পক্ষ থেকে প্রথমবারের মতো নিজেদের ইউরেনিয়াম সমৃদ্ধ স্থাপনার ছবি প্রকাশ করা হয়েছে। যা কি-না নিউক্লিয়ার অস্ত্রের উপাদান তৈরিতে ব্যবহার করা হয়। খবর বিবিসির।
ছবিতে দেখা যায়, দেশটির নেতার কিম জং উন কেন্দ্রটি পরিদর্শন করছেন। যিনি কি-না এর আগেও দেশটির পারমাণবিক অস্ত্রের মজুদ বাড়ানোর প্রতিশ্রুতি দিয়েছিলেন।
রাষ্ট্রায়ত্ত গণমাধ্যম কোরিয়ান সেন্ট্রাল নিউজ এজেন্সির (কেসিএনএ) এক রিপোর্টে বলা হয়, কিম একইভাবে ইউরেনিয়াম সুবিধার উৎপাদন বাড়াতে আহ্বান জানিয়েছিলেন।
ছবিতে দেখা যায়, কিম সেন্ট্রিফিউজের সারির মাঝ দিয়ে হাঁটছেন এবং সামরিক কর্মকর্তাদের সাথে কথা বলছেন। এই যন্ত্রগুলো ইউরেনিয়াম সমৃদ্ধকরণের কাজে ব্যবহার করা হয়।
কোরীয় উপদ্বীপে উত্তেজনা বৃদ্ধির মধ্যেই কেন্দ্র পরিদর্শনের ছবিগুলো প্রকাশ করা হলো। কিম জং-উন আরও বলেন, আত্মরক্ষা ও আগাম আক্রমণের সক্ষমতা অর্জনের জন্য এই অস্ত্রের প্রয়োজন রয়েছে।
কেসিএনএ-এর রিপোর্টে বলা হয়, "কিম প্রোডাকশন লাইনের সামগ্রিক কার্যক্রম সম্পর্কে জানতে ইউরেনিয়াম সমৃদ্ধকরণ ঘাঁটির কন্ট্রোল রুম ঘুরে দেখেন।" এ সময় তাকে দেখতে অনেকটা 'শক্তিশালী' ও 'উৎফুল্ল' বলে মনে হয়েছে বলে জানিয়েছে সংবাদমাধ্যমটি।
এদিকে উত্তর কোরিয়ার ইউরোনিয়াম উৎপাদন বৃদ্ধির পরিকল্পনার তীব্র নিন্দা জানিয়েছে দক্ষিণ কোরিয়ার সরকার। তবে কবে কিংবা কোথায় কিম স্থাপনাটি সফর করেছিলেন সে বিষয়ে কিছুই জানায়নি দেশটি।
বিশেষজ্ঞরা দীর্ঘদিন ধরে সন্দেহ করছেন যে, উত্তর কোরিয়া গোপনে অন্তত একটি ইউরেনিয়াম সমৃদ্ধকরণ কেন্দ্র চালাচ্ছে। সিউলের ইওয়া বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক লেইফ-এরিক ইজলি বলেন, "উত্তর কোরিয়া তার পারমাণবিক কর্মসূচির উন্নয়ন নিয়ে গর্ব করার জন্য এবং তাদের অস্ত্র কর্মসূচি চলছে এমনটা ইঙ্গিত দেওয়ার জন্য কেন্দ্রের ছবি প্রকাশ করেছে।"
কোরিয়া ইনস্টিটিউট ফর ন্যাশনাল ইউনিফিকেশনের জ্যেষ্ঠ বিশ্লেষক হং মিন বার্তা সংস্থা এএফপিকে বলেন, "ছবিগুলো যুক্তরাষ্ট্রের আসন্ন প্রেসিডেন্ট নির্বাচনের জন্য একটি 'সতর্ক বার্তা'ও হতে পারে।"
উত্তর কোরিয়ার কাছে ঠিক কত সংখ্যক পারমাণবিক অস্ত্র রয়েছে এটা কেউই নিশ্চিত নয়। তবে সম্প্রতি ধারণা করা হচ্ছে যে, সংখ্যাটি ৫০-এর কাছাকাছি হতে পারে। একুসাথে তাদের কাছে আরও ৪০টি পারমাণবিক অস্ত্র তৈরির কাঁচামাল রয়েছে।
অনুবাদ: মোঃ রাফিজ খান