ফিলিস্তিনিদের সমর্থনে দেশে দেশে বিক্ষোভ
মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশগুলোতে হাজার হাজার লোক ফিলিস্তিনিদের প্রতি সংহতি জানিয়ে মিছিল করেছে এবং যুদ্ধ বন্ধ ও সর্বাত্মক অবরোধ তুলে নিতে ইসরায়েলের প্রতি আহ্বান জানিয়েছে।
ইসরায়েলে হামাসের হামলার পর থেকে গাজায় বোমাবর্ষণ চালিয়ে যাচ্ছে তেল আবিব। গত ১৩ দিনে ইসরায়েলের হামলায় ৪ হাজারের বেশি ফিলিস্তিনির মৃত্যু হয়েছে।
এ ঘটনায় মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশগুলোতে হাজার হাজার লোক ফিলিস্তিনিদের প্রতি সংহতি জানিয়ে মিছিল করেছে এবং যুদ্ধ বন্ধ ও সর্বাত্মক অবরোধ তুলে নিতে ইসরায়েলের প্রতি আহ্বান জানিয়েছে।