ফিলিস্তিনিদের সমর্থনে দেশে দেশে বিক্ষোভ
মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশগুলোতে হাজার হাজার লোক ফিলিস্তিনিদের প্রতি সংহতি জানিয়ে মিছিল করেছে এবং যুদ্ধ বন্ধ ও সর্বাত্মক অবরোধ তুলে নিতে ইসরায়েলের প্রতি আহ্বান জানিয়েছে।

শুক্রবার জুমার পর রাজধানী ঢাকায় ইসরায়েলের পতাকা পুড়িয়ে বিক্ষোভ করা হয়। ছবি: টিবিএস
ইসরায়েলে হামাসের হামলার পর থেকে গাজায় বোমাবর্ষণ চালিয়ে যাচ্ছে তেল আবিব। গত ১৩ দিনে ইসরায়েলের হামলায় ৪ হাজারের বেশি ফিলিস্তিনির মৃত্যু হয়েছে।
এ ঘটনায় মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশগুলোতে হাজার হাজার লোক ফিলিস্তিনিদের প্রতি সংহতি জানিয়ে মিছিল করেছে এবং যুদ্ধ বন্ধ ও সর্বাত্মক অবরোধ তুলে নিতে ইসরায়েলের প্রতি আহ্বান জানিয়েছে।

ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের পতাকা পদদলিত করে ফিলিস্তিনিদের প্রতি সমর্থন জানানো হয় বাহরাইনে। ছবি: রয়টার্স

কুয়ালালামপুরে মার্কিন দূতাবাসের সামনে মালয়েশিয়া ও ফিলিস্তিনের পতাকা উড়িয়ে বিক্ষোভ করা হয়। ছবি: রয়টার্স

মিশরের পুরনো কায়রোর আল আজহার মসজিদ প্রাঙ্গনে ফিলিস্তিনিদের প্রতি সংহতি জানিয়ে বিক্ষোভ। ছবি: রয়টার্স

গাজার ফিলিস্তিনিদের প্রতি সংহতি প্রকাশের জন্য আম্মানে জড়ো হয়েছিল হাজার হাজার মানুষ। ছবি: রয়টার্স

ইয়েমেনের সানায় গাজার ফিলিস্তিনিদের প্রতি সমর্থন জানিয়ে বিক্ষোভ। ছবি: রয়টার্স