হাসপাতালের বিস্ফোরণের কিছু মূল প্রমাণ বিশ্লেষণ: হামাসের রকেট কারণ নয়!
গাজায় আল-আহলি আরব হাসপাতালে বিস্ফোরণ নিয়ে পাল্টাপাল্টি বক্তব্য এসেছে ইসরায়েল ও হামাসের পক্ষ থেকে। ইসরায়েল ও তার মিত্র যুক্তরাষ্ট্র দাবি করছে, হামাসের রকেট লক্ষ্যচ্যুত হয়ে হাসপাতালে পড়ে এবং পরবর্তীতে বিস্ফোরণ ঘটে। হামাসের দাবি, ইসরায়েল হাসপাতাল লক্ষ্য করেই এই হামলা চালিয়েছে।
সম্প্রতি নিউ ইয়র্ক টাইমস ঘটনার দিন (১৭ অক্টোবর) আল জাজিরায় সরাসরি সম্প্রচারিত হওয়া এক ভিডিও বিশ্লেষণ করে নিশ্চিত করেছে যে, যুক্তরাষ্ট্র ও ইসরায়েল যে ভিডিওর মাধ্যমে হামাসের রকেট লক্ষ্যচ্যুত হওয়ার যুক্তি দেখিয়েছে, সেই ভিডিওতে দেখা যাচ্ছে হামাসের ছোড়া রকেটগুলো হাসপাতালের দুই মাইল দূরে মাঝ আকাশেই বিস্ফোরিত হয়।
নিউ ইয়র্ক টাইমসের বিশ্লেষণে হাসপাতালে বিস্ফোরণের জন্য কে দায়ী সে প্রশ্নের উত্তর দেওয়া হয়নি। তবে এতে ইসরায়েল ও মার্কিন গোয়েন্দাদের হাজির করা সবচেয়ে প্রচারিত 'প্রমাণ' নিয়ে প্রশ্ন তুলেছে।
কয়েকটি ভিডিও একসাথ করে বিশ্লেষণ করে নিউ ইয়র্ক টাইমস দেখতে পেয়েছে, বিস্ফোরণের আগে হাসপাতালের দক্ষিণ পশ্চিম দিক থেকে হামাস কয়েক ডজন ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে। ইসরায়েলের বোমাবর্ষণও চলতে থাকে একই সময়ে।
ইসরায়েলি সামরিক বাহিনীর মুখপাত্র মেজর নীর দিনার বলেন, 'হাসপাতালকে ক্ষতিগ্রস্ত করে' এমন পরিসরের মধ্যে তারা হামলা চালায়নি। তবে সবচেয়ে নিকটবর্তী ক্ষেপণাস্ত্র হামলার তথ্য দিতে তিনি অস্বীকৃতি জানান।
ফলে দুর্ঘটনার এক সপ্তাহ পরও সব প্রশ্নের উত্তর মেলেনি।
মঙ্গলবার যুক্তরাষ্ট্রের গোয়েন্দা কর্মকর্তারা জানান, তারা ভিডিও দেখে মূল্যায়ন করেছেন যে, গাজা থেকে ছোড়া রকেটই লক্ষ্যচ্যুত হয়ে ভূপাতিত হয় এবং পরে বিস্ফোরিত হয়।
নিউ ইয়র্ক টাইমসের বিশ্লেষণ প্রসঙ্গে এক জ্যেষ্ঠ গোয়েন্দা কর্মকর্তা বলেন, নতুন তথ্যটি তাদের মূল্যায়নে নতুন দিশা দিতে পারে তবে তাদের আগের ঘোষণার বিষয়ে তারা যথেষ্ট আত্মবিশ্বাসী।
যুক্তরাষ্ট্রের জাতীয় গোয়েন্দা সংস্থার এক মুখপাত্র জানান, ভিডিওটি প্রসঙ্গে নিউ ইয়র্ক টাইমস এবং মার্কিন গোয়েন্দাদের ব্যাখ্যা ভিন্ন। এছাড়া যুদ্ধ শুরুর পর থেকে অনবরত বোমাবর্ষণ চলতে থাকায় সুনির্দিষ্টভাবে কিছু বলতে পারা দুরূহ।
হাসাপাতালে বিস্ফোরণের এক ঘণ্টার মধ্যে 'তথ্য যুদ্ধ' শুরু হয়ে যায়। হামাস শুরুতেই ইসরায়েলকে দোষী বলে ঘোষণা করে। তবে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী তা অস্কীকার করে এবং হামাসের রকেট লক্ষ্যচ্যুত হওয়াকে দায়ী করে।
তবে বিস্ফোরণের পরপর ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনীর এক সদস্যের টুইট এবং পরে তা পরিবর্তন করা নিয়ে প্রশ্ন ওঠে। ইসরায়েলি বাহিনী একটি অডিও তুলে ধরে। তবে যেখানে হামাস সদস্যকে বিস্ফোরণে নিজেদের দায় নিয়ে কথা বলতে শুনা যায়। তবে সে অডিও 'অতি স্পষ্ট' বলে অনেকে সংশয় প্রকাশ করেন।