মিশরে শান্তি সম্মেলনে যোগ দেবেন ফিলিস্তিনের প্রেসিডেন্টও
মিশরের কায়রোতে শনিবার (২১ অক্টোবর) আয়োজিত শান্তি সম্মেলনে আন্তর্জাতিক নেতাদের সাথে যোগ দেবেন ফিলিস্তিনের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাসও। এক সরকারি সূত্রের বরাতে এই তথ্য জানিয়েছে রয়টার্স।
মিশরের প্রেসিডেন্ট আবদেলফাত্তাহ আল-সিসি কর্তৃক আহ্বান করা এই শীর্ষ সম্মেলনের লক্ষ্য গাজায় সহিংসতা হ্রাস করা, যুদ্ধবিরতিতে সহায়তা করা এবং ফিলিস্তিনি সমস্যার ন্যায্য সমাধানে পৌঁছানো।
বাহরাইনের বাদশা হামাদ বিন ঈসা আল খালিফা এবং কুয়েতের যুবরাজ শেখ মিশাল আল-আহমাদ আল জাবের আল শাবাবও কায়রোতে তাদের উপস্থিতির বিষয়টি নিশ্চিত করেছেন।
ফ্রান্সের পররাষ্ট্রমন্ত্রী ক্যাথেরিন কলোনা, ইউরোপীয় কাউন্সিলের প্রেসিডেন্ট চার্লস মিচেল এবং ইউরোপীয় ইউনিয়নের শীর্ষ কূটনীতিক জোসেফ ব্যারলের সম্মেলনে যোগ দেওয়ার বিষয়টি নিশ্চিত করা হয়েছে।
কলোনা ইতিমধ্যে কায়রো, বৈরুত এবং ইসরায়েল সফর করেছেন। প্যারিস এই অঞ্চলে স্থল আক্রমণের ঝুঁকি কমাতে চায় বলে জানান তিনি।
গ্রিসের প্রধানমন্ত্রী কিরিয়াকোস মিৎসোটাকিস এবং ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনিও শান্তি সম্মেলনে অংশ নেবেন বলে সরকারি সূত্র রয়টার্সকে জানিয়েছে।
দক্ষিণ আফ্রিকার প্রেসিডেন্ট সিরিল রামাফোসা ইসরায়েল-গাজা সংঘাত নিয়ে আলোচনা করতে তার উপস্থিতি নিশ্চিত করেছেন, তার কার্যালয় জানিয়েছে।
শুক্রবার দক্ষিণ আফ্রিকার প্রেসিডেন্ট কার্যালয় এক বিবৃতিতে বলেছে, রাষ্ট্রপতি রামাফোসা বেসামরিক নাগরিকদের উপর হামলা, ব্যাপক প্রাণহানি, মানুষের বাস্তুচ্যুতি এবং গাজা উপত্যকাকে ঘিরে চলতে থাকা মানবিক সংকটের কারণে গভীরভাবে উদ্বিগ্ন।
এ পর্যন্ত প্রত্যাশিত অন্যান্য অংশগ্রহণকারীরা হলেন স্প্যানিশ প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজ, সাইপ্রাসের প্রেসিডেন্ট নিকোস ক্রিস্টোডৌলিদেস, কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো, জার্মান পররাষ্ট্রমন্ত্রী আনালেনা বেয়ারবক, জাপানের পররাষ্ট্রমন্ত্রী ইয়োকো কামিকাওয়া এবং ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী জেমস ক্লিভারলি।