ইউরোপের প্রাকৃতিক গ্যাস সংকট ধারণার চেয়েও খারাপ

ইউরোপে প্রাকৃতিক গ্যাসের মূল্য গত মার্চে করে সর্বকালের সর্বোচ্চ রেকর্ড। বর্তমানে রয়েছে তার চেয়ে নিম্ন অবস্থানে। তবে একটু সতর্কভাবে লক্ষ করলে দেখা যাবে, জ্বালানি বাজারের অনুমানের চেয়েও বড় বিচ্ছিন্নতার শিকার হতে চলেছে গ্যাস সরবরাহ। এমনকী ইউক্রেনে রাশিয়ার আগ্রাসনের পর তাৎক্ষণিকভাবে যতটা কমেছে- তার চেয়েও বেশি হবে আগামীর বিচ্ছিন্নতা।
মার্চে গ্যাস বাজারের মূল্যায়নের সময় ধারণা করা হয়েছিল- এ সংকট হবে সাময়িক, বড়জোর মাস কয়েক স্থায়ী হতে পারে। তারপর ধীরে ধীরে কাটতে শুরু করবে। কিন্তু এখন আসন্ন শীতসহ পুরো ২০২৩ এবং এমনকী ২০২৪ সাল পর্যন্ত সংকটকাল বজায় থাকার আভাস মিলছে। ফলে গত কয়েক দিনেই পুরো ইউরোপে গ্যাসের মূল্য সূচকগুলিকে আরও উচ্চ দরে ফিরতে দেখা যাচ্ছে।
মূল্য সূচকের সবচেয়ে গুরুত্বপূর্ণ অগ্রগতিটাই হচ্ছে সামনের দিকে বা ফরোয়ার্ড কার্ভে। গত একমাস ধরে হয়ে চলা এ ঘটনা- ইউরোপের রাজধানীগুলোয় যথেষ্ট মনোযোগ আকর্ষণ করতে না পারলেও জ্বালানি শিল্প কিন্তু সম্পূর্ণ সচেতন; কারণ তাদেরকেই বাড়তি দরের মূল্য দিতে হচ্ছে।
ফরোয়ার্ড কার্ভ বেড়ে চলার অর্থ- আগামীর জন্য গ্যাস বুকিংয়ে বাড়তি মূল্য দেওয়ার চাপ। যেমন গত মার্চে কোনো জার্মান প্রস্তুতকারক কোম্পানিকে তখনকার বাজারমূল্যে পুরো ২০২৩ সালের জন্য প্রতি মেগাওয়াট ঘণ্টা-পিছু ৮০ ইউরো দিতে হতো; এখন ফরোয়ার্ড কার্ভ বেড়ে যাওয়ায় তাদের দিতে হবে ১৪৫ ইউরো।
গ্যাসের মূল্য দীর্ঘদিন চড়া থাকবে
পুরো ইউরোপের বাজারের গ্যাসের মূল্য সূচকগুলিকে মার্চের লেনদেন মাত্রার তুলনায় নতুনভাবে উচ্চ দরে পুনঃমূল্যায়িত করা হয়েছে।
বাড়তি মূল্য শুধু কোম্পানিগুলোই দিচ্ছে না, পরামর্শক সংস্থা- কর্নওয়াল ইনসাইটসের তথ্যমতে, আগামী অক্টোবর থেকে যুক্তরাজ্যের পরিবারপ্রতি বিদ্যুৎ ও গ্যাসের বার্ষিক খরচ বেড়ে দাঁড়াবে ৩,২৪৪ পাউন্ডে। বর্তমানের ১,৯৭১ পাউন্ডের চেয়ে যা ৬৫ শতাংশ বেশি হবে। গত কয়েক সপ্তাহে মূল্য সূচক পুনঃনির্ধারণের আগে ব্রিটিশ জ্বালানি পরামর্শক সংস্থাগুলি সামান্য পরিমাণে এই বৃদ্ধি হবে বলে অনুমান করেছিল।ই
উরোপে গ্যাসের স্পট বাজারে গুরুত্বপূর্ণ সূচক ডাচ টিএফএফ কনট্র্যাক্ট। এই সূচকে নজর থাকে বাজার সংশ্লিষ্ট সকলের। রাশিয়া জার্মানিতে নর্ড স্ট্রিম-১ পাইপলাইনের মাধ্যমে গ্যাস রপ্তানি বন্ধের পর গেল সপ্তাহে এ সূচকে মূল্য বেড়েছে ১৭৫ ইউরো।
রাশিয়ার চাপ
রাশিয়ার ইউক্রেনে আগ্রাসনের পর পরই ইউরোপের গ্যাস বাজারে যে রেকর্ড মূল্যের সৃষ্টি হয়, বর্তমানে দর রয়েছে তার ৩০ শতাংশ নিচে।
কিন্তু, গত ৫ মার্চ যখন স্পট বাজারে মূল্য ১৮৫ ইউরো হয়, তখন ডিসেম্বরে গ্যাস সরবরাহের চুক্তি মূল্য ছিল ১৫৫ ইউরো। গেল সপ্তাহে স্পট মূল্য ছিল কিছুটা কম; কিন্তু ডিসেম্বরের জন্য সরবরাহ চুক্তি লেনদেন হয়েছে ১৯৫ ইউরোতে।
এক বছর ধরেই ইউরোপের বাজারে গ্যাসের মূল্য মর্জিমতো নির্ধারণে ভূমিকা রাখছে মস্কো। এখন ইউরোপের বাজার বিশেষজ্ঞরা নিশ্চিত যে, আগামীতেও ক্রেমলিন তা করতে থাকবে। বরং আরও বড় পরিসরে হবে- এমন আশঙ্কাই তাদের।
এরমধ্যেই শুরু হয়েছে সরবরাহের প্রথম অগ্নি-পরীক্ষা। রাশিয়া ও ইউরোপীয় ইউনিয়নের মধ্যে গ্যাস সংযোগের গুরুত্বপূর্ণ পাইপলাইন নর্ড স্ট্রিম-১ পাইপলাইন সারাইয়ের কাজ আজ ১১ জুলাই থেকে শুরু হয়েছে, চলবে ২১ জুলাই পর্যন্ত। এজন্য সরবরাহ কমিয়েছে মস্কো। তবে বার্লিনের আশঙ্কা যেকোনো অজুহাতে, মস্কো এটি পুরোপুরি বন্ধ করে দিতে পারে। ইউক্রেনকে দেওয়া সমর্থন ও সহায়তার কারণে বার্লিনের ভীত হওয়ার যথেষ্ট কারণও রয়েছে। পুতিনও ইতোমধ্যেই স্পষ্ট করে দিয়েছেন যে, জ্বালানি সরবরাহকে তিনি প্রয়োজনে ইউক্রেন যুদ্ধের অন্যতম হাতিয়ার হিসেবে ব্যবহারে দ্বিধা করবেন না।
- সূত্র: ব্লুমবার্গ অবলম্বনে