মুম্বাই-চেন্নাই লড়াই দিয়ে শুরু এবারের আইপিএল
পূর্ব নির্ধারিত সময়ে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) শুরু হওয়া নিয়ে শঙ্কা জেগেছিল। দুবাই যাওয়ার পরে চেন্নাই সুপার কিংসের ১৩ জন সদস্য করোনায় আক্রান্ত হন। নিরাপত্তা নিশ্চিত করাসহ আরও কিছু বিষয় নিয়ে ভাবতে হচ্ছিল আয়োজকদের। সব মিলিয়ে ঠিক সময়ে আসর শুরু হওয়া নিয়ে সংশয় জেগেছিল। তবে সব শঙ্কা কেটে গেছে। আগামী ১৯ সেপ্টেম্বর থেকেই দুবাইয়ে শুরু হচ্ছে এবারের আইপিএল।
যে দুই দলের লড়াই দিয়ে ২০১৯ আইপিএলের পর্দা নেমেছিল, সেই দুই দলের ম্যাচ দিয়ে এবারের আসর শুরু হবে। উদ্বোধনী ম্যাচে চেন্নাই সুপার কিংসের বিপক্ষে লড়বে মুম্বাই ইন্ডিয়ান্স। গত আসরের ফাইনালে মহেন্দ্র সিং ধোনির দল চেন্নাইকে হারিয়ে শিরোপা জিতেছিল রোহিত শর্মার দল মুম্বাই।
উদ্বোধনী ম্যাচটি আবু ধাবিতে স্থানীয় সময় সন্ধ্যা ৬টায় শুরু হবে। আসর শুরুর মাত্র দুই সপ্তাহ আগে সূচি চূড়ান্ত করলো আইপিএল কর্তৃপক্ষ। করোনাভাইরাসের প্রকোপের মাঝেই আসর আয়োজন করায় পুরোপুরিভাবে নিশ্চিত হতেই আগে থেকে সূচি প্রকাশ করেনি আয়োজকরা।
যদিও এখনও পুরোপুরি সূচি প্রকাশ করা হয়নি। কেবল টুর্নামেন্টের রাউন্ড রবিন লিগ পর্বের সূচি প্রকাশ করা হয়েছে। রাউন্ড রবিন লিগের ২০টি ম্যাচ আবু ধাবিতে অনুষ্ঠিত হবে। এ ছাড়া দুবাইতে ২৪টি ও শারজাহতে ১০টি ম্যাচ অনুষ্ঠিত হবে।
টুর্নামেন্টের সবচেয়ে সফল দুই দলের ম্যাচ দিয়ে এবারের আইপিএল মাঠে গড়াচ্ছে। মুম্বাই ইন্ডিয়ান্স রেকর্ড চারবার আইপিএলের শিরোপা জিতেছে। চেন্নাই সুপার কিংস তিনটি আসরের চ্যাম্পিয়ন। আইপিএলে সব সময়ই অপ্রতিরোধ্য চেন্নাইকে সবচেয়ে বেশিবার হারিয়েছে মুম্বাই। ২৮ বারের সাক্ষাতে মুম্বাই জিতেছে ১৭বার, চেন্নাইয়ের জয় ১১ ম্যাচে।
২০১৯ বিশ্বকাপের পর আইপিএল দিয়ে মাঠে ফিরতে যাচ্ছেন মহেন্দ্র সিং ধোনি। বিশ্বকাপের সেমি ফাইনালে নিউজিল্যান্ডের বিপক্ষে সর্বশেষ ম্যাচ খেলেন ধোনি। গত ১৫ আগস্ট আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিয়েছেন দেশটির ইতিহাসের অন্যতম সফল এই অধিনায়ক।