ধোনির বিরুদ্ধে মানহানির মামলা করলেন সাবেক সতীর্থ
সামনেই আইপিএলের নতুন আসর, সেটিকে সামনে রেখে প্রস্তুতিতে ব্যস্ত মহেন্দ্র সিং ধোনি। আইপিএলের বর্তমান চ্যাম্পিয়ন চেন্নাই সুপার কিংসের অধিনায়কও তিনি। কিন্তু এবারও শিরোপা ধরে রাখার লড়াই করতে নামার আগে ধোনিকে লড়তে হবে নিজের 'সম্মান' বাঁচানোর জন্য।
আক্ষরিক অর্থেই নিজের সম্মান বাঁচাতে লড়বেন ধোনি। সাবেক ভারতীয় অধিনায়কের বিরুদ্ধে যে মানহানির মামলা করেছেন তার এক সময়ের সতীর্থ ও ব্যবসায়িক সঙ্গী মিহির দিবাকর। দিবাকরের সঙ্গে মামলায় বাদী হয়েছেন তার স্ত্রী সৌম্যা দাসও। এই দম্পতি অর্ক স্পোর্টস ম্যানেজমেন্ট লিমিটেড নামের একটি সংস্থার কর্ণধার। দিল্লি হাইকোর্টে আগামীকাল বিচারপতি প্রতিভা এম সিংহ মামলাটির শুনানি করবেন।
দিবাকর-সৌম্যা দম্পতির বিরুদ্ধে কিছুদিন আগে মামলা করেছিলেন ধোনি। সেই মামলাতে ১৫ কোটি টাকার আর্থিক প্রতারণার অভিযোগ এনেছেন ধোনি। চেন্নাই অধিনায়ক অভিযোগ তুলেছেন, চুক্তির শর্ত লঙ্ঘন করেছে দিবাকরের সংস্থা অর্ক স্পোর্টস। ভারতীয় গণমাধ্যম পিটিআই জানিয়েছে, ধোনির বিরুদ্ধে দিল্লি হাইকোর্টে উল্টো মামলা করেছেন দিবাকর।
ভারতের সাবেক অধিনায়কের অভিযোগ ভিত্তিহীন এবং অবমাননাকর বলে দাবি করেছেন ভারতের হয়ে ২০০০ সালে অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ খেলা এই ক্রিকেটার। এই মানহানির জন্য ক্ষতিপূরণও দাবি করেছেন দিবাকর ও সৌম্যা দম্পতি। সেইসঙ্গে বিষয়টি যেন সামাজিক মাধ্যমে আলোচনা ও সংবাদমাধ্যমে প্রকাশ করা না হয়, এজন্য নিষেধাজ্ঞার আবেদনও করেছেন তারা।