নিজস্ব রাজনৈতিক দল গঠনের কথা ভাবছেন না ট্রাম্প

নিজস্ব রাজনৈতিক দল গঠনের ব্যাপারে এখনই কিছু ভাবছেন না ডোনাল্ড ট্রাম্প। ট্রাম্পের বিশ্বাস, সিনেটের ভোট পেছাতে থাকায় তিনি এখনই অভিশংসিত হবেন না। আর তাই "মেক আমেরিকা গ্রেট অ্যাগেইন পার্টি" কিংবা "ম্যাগা পার্টি"র বিষয়টিও এখন এগোচ্ছে না।
এর আগে ট্রাম্প বলেছেন, নিজস্ব রাজনৈতিক দল তৈরির মাধ্যমে তিনি অভিশংসনের পক্ষে থাকা রিপাবলিকান সিনেটরদের প্রতিহত করবেন। আগামী মাসে সিনেটের ট্রায়ালে তারা যেন অভিশংসনের পক্ষে ভোট না দেয় সে জন্য চাপের সৃষ্টি করবেন।
নিউ ইয়র্ক টাইমসের প্রতিবেদক ম্যাগি হ্যাবারম্যান রবিবার এক টুইটার বার্তায় বলেন, "গত ২৪ ঘন্টার মধ্যে শোনা গিয়েছিল, ট্রাম্প রিপাবলিকান সিনেটরদের অভিশংসন থেকে দূরে রাখতে তৃতীয় একটি রাজনৈতিক দল খোলার পরিকল্পনা করছেন। তবে জানা গেছে, ট্রাম্প বিষয়টি নিয়ে পরিচিত মানুষদের সাথে আলোচনা করেছেন এবং এখনই দল না খোলার বিষয়টি ব্যক্ত করেছেন।"
হ্যাবারম্যানের মতে, "ট্রাম্প বিশ্বাস করেন যে, "৬ জানুয়ারির পরই ভোট গৃহীত হলে, আরও কম মানুষ তার বিপক্ষে ভোট দিত।"
জো বাইডেন অফিসে আসার পর থেকে ট্রাম্প মার-এ-লাগোতে বেশ নিরবেই আছেন। তবে রোববার এক প্রতিবেদককে তিনি বলেন, "আমরা কিছু করব, তবে এখনই নয়।"
ওয়াশিংটন পোস্ট এক সূত্রের বরাতে জানিয়েছে, দরজার আড়ালে ট্রাম্প ঠিকই তার বিরোধী রিপাবলিকানদের তালিকা বানাচ্ছেন। যেসব রিপাবলিকান তার ভোটে অনিয়মের মিথ্যাচারের বিরোধিতা করছে, যারা তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার কথা বলেছেন সবাইকেই এই তালিকায় রাখছেন তিনি।
রিপাবলিকানদের সেই তালিকায় সিনেটর লিজ শিনে, টম রাইস, জর্জিয়ার গভর্নর ব্রায়ান কেম্প, সিনেটর লিসা মারকোস্কির নাম আছে বলে জানিয়েছে সূত্রটি।
"ম্যাগা পার্টি" বা "প্যাট্রিয়ট পার্টি" গঠিত হলে তালিকায় থাকা রিপাবলিকানরা ২০২২ সালে মধ্যবর্তী নির্বাচনে প্রতিরোধের সম্মুখীন হবেন বলে ধারণা করা হচ্ছে। তবে দল গঠন না করলেও প্রাথমিক নির্বাচনে নিজের বাছাই করা প্রতিনিধিদের দ্বারা বিরোধী রিপাবলিকানদের উপর ট্রাম্প চাপ সৃষ্টি করতে পারেন বলে ধারণা করা হচ্ছে।
- সূত্র: ডেইলি মেইল