আদালতের নির্দেশ লঙ্ঘনের দায়ে ট্রাম্পকে ৯ হাজার ডলার জরিমানা
আদালতের 'গ্যাগ অর্ডার' লঙ্ঘনের দায়ে মঙ্গলবার সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে ৯ হাজার ডলার জরিমানা করা হয়েছে।
এছাড়া বিচারক বলেছেন, ট্রাম্প যদি 'গ্যাগ অর্ডার' লঙ্ঘন অব্যাহত রাখেন, তবে তাকে কারাগারে পাঠানোর বিষয়টি বিবেচনা করবেন তিনি।
এক লিখিত আদেশে বিচারক জুয়ান মার্চেন বলেন, এই জরিমানা ধনী ব্যবসায়ী থেকে রাজনীতিবিদ হয়ে ওঠা ট্রাম্পের জন্য যথেষ্ট নাও হতে পারে।
বিচারক দুঃখ প্রকাশ করে বলেন, এর চেয়ে বেশি জরিমানা আরোপের ক্ষমতা তার নেই।
মার্চেন লিখেছেন, 'বিবাদীকে এই জরিমানা করার মাধ্যমে সতর্ক করা হচ্ছে যে আদালত তার আইনি আদেশের ইচ্ছাকৃত লঙ্ঘন সহ্য করবে না এবং যদি এই পরিস্থিতিতে প্রয়োজন ও উপযুক্ত হয়, তবে তাকে কারাগারে পাঠানোর মতো শাস্তি দেওয়া হবে।'
ট্রাম্প যাতে সাক্ষী ও মামলার সঙ্গে জড়িত অন্যদের সমালোচনা করতে না পারেন, সেজন্য এই নিষেধাজ্ঞা জারি করেছিলেন মার্চেন।
বিচারক ট্রাম্পকে ৯টি অনলাইন বিবৃতির প্রতিটির জন্য এক হাজার ডলার জরিমানা করেছেন।
বিচারক বলেছেন, ট্রাম্প বিচারে অংশ নেওয়া সাক্ষী বা অন্যান্যদের সমালোচনা না করার আদেশ লঙ্ঘন করেছেন।
প্রসিকিউটররা এই আদেশ লঙ্ঘন হিসেবে ১০টি পোস্টকে চিহ্নিত করেছেন।
১০ এপ্রিল থেকে ১৭ এপ্রিলের মধ্যে করা ওই পোস্টে তার সাবেক আইনজীবী মাইকেল কোহেনকে 'সিরিয়াল মিথ্যাবাদী' হিসেবে অভিহিত করে একটি প্রতিবেদন প্রকাশ করা হয়। এই বিচারে কোহেন একজন গুরুত্বপূর্ণ সাক্ষী হবেন বলে আশা করা হচ্ছে।
বৃহস্পতিবার শুনানিতে অন্যান্য বক্তব্যের জন্য আরও জরিমানা আরোপ করা যায় কিনা তা বিবেচনা করবেন মার্চেন।
বিচারক ট্রাম্পকে তার ট্রুথ সোশ্যাল অ্যাকাউন্ট এবং তার প্রচারণা ওয়েবসাইট থেকে বিবৃতিগুলো নির্দিষ্ট সময়ের মধ্যে সরিয়ে ফেলার নির্দেশ দিয়েছেন।
বিরতির সময় সাংবাদিকরা জরিমানার বিষয়ে মন্তব্য জানতে চাইলে ট্রাম্প কোনো জবাব দেননি।
ট্রাম্প বলেছেন, 'গ্যাগ অর্ডার' তার বাক স্বাধীনতার অধিকার হরণ করেছে।
তার আইনজীবী টড ব্লাঞ্চ গত সপ্তাহে মার্চেনকে বলেছিলেন, বিভিন্ন রাজনৈতিক আক্রমণের প্রতিক্রিয়ায় এসব বিবৃতি দেওয়া হয়েছে।
তবে মার্চেন বলেছেন, প্রত্যাশিত সাক্ষীরা ট্রাম্পকে আগে অপমান করেছেন, ব্লাঞ্চ এমন কোনো প্রমাণ সরবরাহ করতে পারেনি।
আগামী শুক্রবারের মধ্যে ট্রাম্পকে ৯ হাজার ডলার জরিমানা পরিশোধ করতে হবে। তার হিসেবে এই জরিমানার পরিমাণ নগণ্য। কারণ তিনি এর আগেই অন্য দুটি মামলায় ২৬৬.৬ মিলিয়ন ডলার বন্ড দিয়েছেন।
ভাবানুবাদ: তাবাসসুম সুইটি