১৬০০ ফুট উঁচু, ১২০ কিলোমিটার লম্বা! মরুর বুকে ‘প্রথম মাধ্যাকর্ষণহীন শহর’ গড়ছে সৌদি

মিরর লাইন নামের এ স্থাপনাটি গড়ে উঠবে বাইরে কাচের আবরণে ঢাকা ১৬০০ ফুট (৪৮৮ মিটার) উচ্চতার দুইটি সুদীর্ঘ ভবন নিয়ে। দেশটির উপকূলীয়, পার্বত্য ও মরুভূমির বুক চিড়ে গড়ে উঠবে এ স্থাপনা।