১৬০০ ফুট উঁচু, ১২০ কিলোমিটার লম্বা! মরুর বুকে ‘প্রথম মাধ্যাকর্ষণহীন শহর’ গড়ছে সৌদি
বিশ্বের সবচেয়ে বৃহত্তম স্থাপনা তৈরির উচ্চাকাঙ্ক্ষী এক পরিকল্পনা নিয়েছে মধ্যপ্রাচ্যের ধনী দেশ সৌদি আরব। এ বিষয়ে গোপনীয় রাখা কয়েকশ পৃষ্ঠার নকশা হাতে পেয়েছে মার্কিন গণমাধ্যম দ্য ওয়াল স্ট্রিট জার্নাল।
মিরর লাইন নামের এ স্থাপনাটি গড়ে উঠবে বাইরে কাচের আবরণে ঢাকা ১৬০০ ফুট (৪৮৮ মিটার) উচ্চতার দুইটি সুদীর্ঘ ভবন নিয়ে। এ ভবনগুলো একে অপরের সমান্তরালে প্রায় ১২০ কিলোমিটার পর্যন্ত তৈরি করা হবে। দেশটির উপকূলীয়, পার্বত্য, ও মরুভূমির বুক চিড়ে গড়ে উঠবে এ স্থাপনা।
এ দুটো ভবন একে অপরের সঙ্গে ওয়াকওয়ে দ্বারা সংযুক্ত করা হবে। অতি দ্রুতগতির ট্রেন চলবে ভবনগুলোর নিচ দিয়ে। এ প্রকল্প শেষ করতে খরচ হবে প্রায় এক ট্রিলিয়ন মার্কিন ডলার। ভবন দিয়ে তৈরি এ শহরে বাস করতে পারবেন প্রায় ৫০ লাখ মানুষ। তারা ভবনের এক প্রান্ত থেকে অপর প্রান্তে ২০ মিনিটের মধ্যে চলাচল করতে পারবেন।
যে নকশাগুলো গণমাধ্যমের কাছে এসেছে সেগুলো ২০২১ সালের। এগুলোতে বেশ কিছু কনসেপ্ট ডিজাইনও রয়েছে। এসবের মধ্যে আছে ইন্টিগ্রেটেড ভার্টিকাল ফ্রেমিং, ইয়টের জন্য মেরিন, এবং ভূমি থেকে প্রায় ৩০৫ মিটার উচ্চতায় তৈরি করা একটি খেলার মাঠ।
সৌদি আরবের ক্রাউন প্রিন্স ও ডে ফ্যাক্টো শাসক মোহাম্মদ বিন সালমানের নিওম নামক শূন্য কার্বন নিঃসরণকারী স্মার্ট শহরের উপকেন্দ্রে রয়েছে এ স্থাপনাটি। নিওম গড়ে তুলতে আরও ৫০০ বিলিয়ন ডলার খরচ করতে হবে দেশটিকে।
নিওম শহরটি সৌদি ভিশন ২০৩০-এর অংশ। এ ভিশনের উদ্দেশ্য হলো সৌদি অর্থনীতিতে বৈচিত্র্য আনা এবং তেলের ওপর অর্থনৈতিক চাপ কমানো।
পরিকল্পনায় আগামী ২০৩০ সালের মধ্যে নিওম তৈরি করার সময় বেঁধে দেওয়া হয়েছে। তবে প্রাথমিক মূল্যায়নে জানা গেছে মিরর লাইনকে ধাপে ধাপে তৈরি করতে হবে এবং এটির নির্মাণ কাজ শেষ হতে ৫০ বছর লাগতে পারে।
সূত্র: আল জাজিরা