কর ফাইলে গাড়ির তথ্য লুকানো করদাতাদের খোঁজে এনবিআর

সূত্র জানায়, গত বছরের শেষ দিকে এনবিআর ৪ লাখ ৮৫ হাজার গাড়ির ভুয়া টিআইএন চিহ্নিত করে।