সাগরে ডুবে গেল হংকংয়ের বিখ্যাত ভাসমান রেস্তোরাঁ 'জাম্বো'
হংকংয়ের বিখ্যাত ভাসমান রেস্তোরাঁ 'দ্য জাম্বো' ডুবে গেছে দক্ষিণ চীন সাগরে।
মূল বন্দর থেকে অজ্ঞাত কোনো জায়গায় নিয়ে যাওয়ার পথে ডুবে যায় রেস্তোরাঁটি। দীর্ঘ ৫০ বছর ধরে হংকংয়ের আইকনিক ল্যান্ডমার্ক খ্যাত ভাসমান রেস্তোরাঁটি ওই বন্দরেই কার্যক্রম চালিয়ে আসছিল।
রেস্তোরাঁ কর্তৃপক্ষ জানায়, অজ্ঞাত স্থানে যাওয়ার পথে দক্ষিণ চীন সাগরের প্যারাসেল দ্বীপপুঞ্জের কাছাকাছি ডুবে যায় 'দ্য জাম্বো কিংডম'। মঙ্গলবার (২১ জুন) বিবিসির এক প্রতিবেদনে জানানো হয় এ তথ্য।
রেস্তোরাঁটির প্যারেন্ট কোম্পানি (মূল সংস্থা) অ্যাবারডিন রেস্তোরাঁ এন্টারপ্রাইজ এ ঘটনায় দুঃখপ্রকাশ করেছে। সেইসঙ্গে নিশ্চিত করেছে, এ সময় তাদের কোনো ক্রু সদস্য আহত হয়নি।
কোভিড-১৯ মহামারির আঘাতে ২০২০ সালের মার্চ থেকেই বন্ধ ছিল রেস্তোরাঁটি।
বিবিসির প্রতিবেদনে বলা হয়, ব্রিটেনের রানী, টম ক্রুজ ও রিচার্ড ব্র্যানসনসহ ৩ মিলিয়নেরও বেশি অতিথি জাম্বো রেস্তোরাঁর ক্যান্টনিজ খাবার খেয়েছেন বলে ধারণা করা হয়।
হলিউডের বিখ্যাত বন্ড সিনেমাসহ বেশ কয়েকটি চলচ্চিত্রও প্রদর্শিত হয়েছিল এই রেস্তোরাঁয়। তবে করোনা মহামারি বেশ বড়সড় ধাক্কাই এনেছিল এর ব্যবসায়।
মালিক পক্ষ জানায়, যাত্রা শুরুর আগে রেস্তোরাঁটির সবকিছু ঠিকঠাক আছে কিনা তা জানতে নিয়োগ দেওয়া হয়েছিল মেরিন ইঞ্জিনিয়ার। পরিদর্শনের পর তারা জানান, যাত্রার জন্য জাহাজটি উপযোগী। এরপরেই গন্তব্যে যাত্রা শুরু করে দ্য জাম্বো।
তবে রোববার (১৯ জুন) প্যারাসেল দ্বীপপুঞ্জের কাছাকাছি যেতেই প্রতিকূল আবহাওয়ার মুখোমুখি হয় এটি। তখন থেকেই ভেতরে পানি উঠতে শুরু করে।
অ্যাবারডিন রেস্তোরাঁ এন্টারপ্রাইজ জানায়, "ঘটনাস্থলে পানির গভীরতা ছিল ১ হাজার মিটারের বেশি। তাই রেস্তোরাঁটি উদ্ধারের কাজ অত্যন্ত কঠিন হয়ে উঠেছিল।"
কর্তৃপক্ষ আরও জানায়, ভাসমান রেস্তোরাঁটিকে অন্যত্র সরানোর ভার যাদের দেওয়া হয়েছিল, তারা চেষ্টা করেও দুর্ঘটনাটি এড়াতে পারেনি।
২০১৩ সাল থেকেই লোকসানে চলছিল ভাসমান রেস্তোরাঁটি। আর মহামারি পরিস্থিতিতে এটি চালিয়ে নিয়ে যাওয়া একপ্রকার অসম্ভব হয়ে পড়েছিল। মূলত এ কারণেই সম্প্রতি রেস্তোরাঁটিকে সরিয়ে অন্য কোথাও নেওয়ার ব্যাপারে সিদ্ধান্ত হয়েছিল। ঠিক করা হয়েছিল, নতুন ক্রেতা পেলে তারাই রেস্তোরাঁর বিষয়ে পরবর্তী সিদ্ধান্ত নেবে।
- সূত্র: বিবিসি