খুনের পর প্রেমিকাকে সিমেন্ট দিয়ে ঢালাই, দ. কোরিয়ান ব্যক্তি ধরা পড়লেন ১৬ বছর পর!
১৬ বছর আগে নিজের প্রেমিকাকে হত্যার কথা স্বীকার করেছেন দক্ষিণ কোরিয়ার এক ব্যক্তি। খুনের পর প্রেমিকার লাশ ইট ও সিমেন্টের আস্তর দিয়ে নিজের বাসাতেই পুঁতে রাখেন। খবর বিবিসি'র।
স্থানীয় পুলিশকে ৫০ বছর বয়সি ওই ব্যক্তি স্বীকারোক্তিতে বলেন, জিওজে শহরের নিজের অ্যাপার্টমেন্টে প্রেমিকার সাথে তর্ক করার এক পর্যায়ে তার মাথায় ভারী বস্তু দিয়ে আঘাত করেন। এতে ওই তরুণীর মৃত্যু হলে, লাশ একটি স্যুটকেসে ভরে নিজের বাসার ব্যালকনিতেই ইট ও সিমেন্ট দিয়ে ঢালাই দিয়ে দেন।
স্থানীয় সংবাদমাধ্যম জানিয়েছে, ১৬ বছর আগে ঘটা এ খুনের কথা এতদিন কেউ-ই জানত না। গত মাসে এক রক্ষণাবেক্ষণ কর্মী ওই ব্যালকনিতে ড্রিলিং করতে গিয়ে ওই সুটকেসটি খুঁজে পান।
স্যুটকেসে মৃতদেহ কিছুটা সংরক্ষিত ছিল বলে আঙুলের ছাপের মাধ্যমে তার পরিচয় শনাক্ত করা সম্ভব হয়। ময়নাতদন্তে জানা যায়, মাথায় আঘাত পাওয়ার কারণে তার মৃত্যু হয়েছিল।
মৃতদেহ খুঁজে পাওয়া যাওয়ার সময় অভিযুক্ত 'মি. এ' (পুলিশের দেয়া ছদ্মনাম) অ্যাপার্টমেন্টে ছিলেন না, তবে দ্রুতই তাকে খুঁজে বের করে গ্রেপ্তার করে পুলিশ।
অভিযুক্ত জানান, তিনি ওই নারীর সাথে প্রায় পাঁচ বছর ধরে জিওজের একটি স্টুডিও অ্যাপার্টমেন্টে থাকতেন। ২০০৮ সালের অক্টোবর মাসে তর্কাতর্কির এক পর্যায়ে ওই তরুণীর মাথায় ভারী ও ভোঁতা বস্তু দিয়ে আঘাত করে বসেন। এরপর, নিজের প্রেমিকার মৃতদেহটি একটি স্যুটকেসে ভরে তৃতীয় তলার একটি ছোট ব্যালকনিতে ইট ও সিমেন্টের নিচে পুঁতে ফেলেন। কেবল শোবার ঘর থেকে ওই ব্যালকনিতে প্রবেশ করা যায়।
পুলিশ জানায়, 'মি. এ' পরে আরও আট বছর ওই অ্যাপার্টমেন্টে বাস করেন, পরে ২০১৬ সালে মাদকদ্রব্যের অভিযোগে তাকে গ্রেপ্তার করা হয়।
এরপর থেকে, অ্যাপার্টমেন্টের মালিক এটি খালি রেখেছিলেন এবং সংরক্ষণাগার হিসেবে ব্যবহার করছিলেন।
মৃত্যুর সময় ওই তরুণীর বয়স ছিল ৩০-এর কাছাকাছি। দীর্ঘদিন ধরে তার কোনো খোঁজ না পেয়ে তার পরিবার তিন বছর পর তার সন্ধান শুরু করে।
তারা জানিয়েছেন, তারা তাদের মেয়ের সাথে যোগাযোগ হারিয়ে ফেলেছিলেন। যখন তারা জিওজেতে তাকে খুঁজতে গিয়েছিলেন, তখন তাদের বলা হয়েছিল যে তিনি 'মি. এ'-র সাথে সম্পর্ক ভেঙে শহর ছেড়ে চলে গেছেন।
ভবনের মালিক জানান, এই বছর ভবনের জলরোধী রক্ষণাবেক্ষণের কাজ শুরু হলে ১৬ বছর আগের হওয়া এই খুনের রহস্য সামনে ওঠে আসে।
পুলিশ জানিয়েছে, তারা তদন্ত অব্যাহত রেখেছে এবং 'মি. এ'-র বিরুদ্ধে হত্যার অভিযোগ দায়ের করার পরিকল্পনা করছে।
অনুবাদ: সাকাব নাহিয়ান শ্রাবন