ফ্রান্সিস বেকনের চুরি হওয়া ৫ মিলিয়ন ইউরোর চিত্রকর্ম পাওয়া গেল স্পেনে
স্পেনের রাজধানী মাদ্রিদ থেকে প্রয়াত চিত্রশিল্পী ফ্রান্সিস বেকনের আঁকা একটি চিত্রকর্ম উদ্ধার করেছে পুলিশ। খবর বিবিসি'র।
২০১৫ সালে শিল্পীর বন্ধু ব্যাংকার হোসে ক্যাপেলোর বাড়ি থেকে বেকনের আঁকা পাঁচটি চিত্রকর্ম (পোর্ট্রেট) চুরি হয়। খুঁজে পাওয়া ৫০ লাখ ইউরোর এই চিত্রকর্মটি চুরি হওয়া পাঁচটি চিত্রকর্মের একটি।
চুরি হয়ে যাওয়া তিনটি চিত্রকর্ম ২০১৭ সালে উদ্ধার করা হয়। অবশিষ্ট চিত্রকর্মটি শনাক্ত করতে এবং জড়িতদের গ্রেপ্তারে তদন্ত চালাচ্ছে পুলিশ।
পুলিশের এক বিবৃতিতে বলা হয়, 'অবশিষ্ট চিত্রকর্মটি খুঁজে বের করতে এবং যাদের কাছে এটি রয়েছে তাদের গ্রেপ্তারের জন্য তদন্ত চলছে। পূর্ব ইউরোপ থেকে আসা সংগঠিত গোষ্ঠীর সঙ্গে যুক্ত স্প্যানিশ নাগরিকদের ওপর নজর রাখছে পুলিশ।'
চুরির ঘটনায় জড়িত সন্দেহে দু'জনকে গ্রেপ্তার করা হয়েছে, যাদের মাধ্যমে পুলিশ চুরি হওয়া চিত্রকর্মটি খুঁজে পেতে সক্ষম হয়েছে। ২০১৫ সাল থেকে এ পর্যন্ত চুরির ঘটনায় মোট ১৬ জনকে গ্রেপ্তার করা হয়েছে, ধারণা করা হয় এদের মধ্যে মূল পরিকল্পনাকারী এবং অপরাধীরাও রয়েছে।
২০১৫ সালের জুলাইয়ে চুরি হওয়া পাঁচটি চিত্রকর্মের আনুমানিক মূল্য ছিল ২৫ মিলিয়ন ইউরো, যা স্পেনের সবচেয়ে বড় সমসাময়িক শিল্পকর্ম চুরি। এ সময় গয়না ও কয়েন ভর্তি একটি সিন্দুকও চুরি হয়।
২০১৩ সালে তার বন্ধু ও সহশিল্পী লুসিয়েন ফ্রয়েডের আঁকা তিনটি চিত্রকর্ম নিউ ইয়র্কে ১৪ কোটি ২০ লাখ ডলারে বিক্রি হয়।
সে সময় থ্রি স্টাডিজ অব লুসিয়ান ফ্রয়েড ছিল নিলামে বিক্রি হওয়া সবচেয়ে দামি শিল্পকর্ম।
ফ্রান্সিস বেকন ১৯০৯ সালে ডাবলিনে জন্মগ্রহণ করেন এবং ১৯৯২ সালে ৮২ বছর বয়সে হার্ট অ্যাটাকের কারণে মারা যান।
অনুবাদ: সাকাব নাহিয়ান শ্রাবন