ইসরায়েলি হামলার মধ্যেও গাজায় পিএ'র শাসন চায় না বাসিন্দারা

ফিলিস্তিনি সশস্ত্র গোষ্ঠী হামাসের বিরুদ্ধে চলমান সংঘাত শেষে 'অনির্দিষ্টকালের জন্য' গাজার নিরাপত্তার নিয়ন্ত্রণ ভার নিজেদের হাতে তুলে নেওয়ার কথা জানিয়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। ইসরায়েলে হামাসের আকস্মিক হামলার জেরে ইসরায়েল ও তার প্রধান মিত্র যুক্তরাষ্ট্র জোর দিয়েই বলছে, হামাসকে আর গাজার শাসন পরিচালনা করতে দেওয়া হবে না।
এরই মধ্যে গত রোববার যুদ্ধবিরতির আহ্বান জানিয়ে ফিলিস্তিনের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস ইঙ্গিত দিয়েছেন, পিএ (প্যালেস্টিনিয়ান অথোরিটি) ভবিষ্যৎ রাজনৈতিক মীমাংসার অংশ হিসেবে অবরুদ্ধ উপত্যকাটিতে ফিরতে চায়। তবে গাজাবাসীর অনেকে মনে করেন, গাজায় পিএ'র শাসন এ সংকটের সমাধান নয় এবং মানুষ এটি গ্রহণও করবে না।
২৫ বছর বয়সী মোহাম্মদ নামে এক ফিলিস্তিনি বলেন, "আমি মনে করি না যে, পিএ কর্তৃক গাজার নিয়ন্ত্রণভার দখল এ সংকটের সমাধান, যা মানুষ গ্রহণ বা সমর্থন করবে। আমি নিজেই এমনটা হওয়া প্রত্যাখ্যান করি। পশ্চিম তীরের নিয়ন্ত্রণ পিএ'র অধীনে। সেখানে কী ঘটছে আমি সেগুলো দেখছি।"
তিনি জানান, পশ্চিম তীরের বিভিন্ন শহরে প্রায়ই ইসরায়েলি বাহিনী অভিযান চালাচ্ছে। সেখানে সব সময় মানুষকে গ্রেপ্তার করা হচ্ছে। তারা (পিএ) কোনো কিছুই পাল্টাতে পারেনি। এ কারণে পিএ'র শাসন কোনোভাবেই গাজার উপকারে আসবে না।
মোহাম্মাদ বলেন, "আমি একটি জাতীয় ঐক্য সরকারের (হামাস, ফাতাহ এবং ফিলিস্তিনের অন্যান্য দলের সমন্বয়ে গঠিত) পক্ষে।" উল্লেখ্য, ফাতাহ ফিলিস্তিনের নেতৃস্থানীয় দল।
কামাল (৫৩) নামে আরেক ফিলিস্তিনি জানান, "পিএ গাজাকে রক্ষা করতে পারবে না। কারণ হামাসের সঙ্গে বিরোধের কারণে এটি বার বার গাজার জনগণকে নিপীড়ন করেছিল। আমরা বিশ্বাস করি, এটি গাজার জন্য ন্যায্য হবে না।"
"প্রেসিডেন্ট আব্বাস সব সময়ই গাজা ও এর প্রতি তাঁর দায়িত্ব সম্পর্কে এমন ভাষণ দিয়ে থাকেন। কিন্তু তিনি যা বলেন তা করেন না। এর প্রমাণ গাজায় অবরোধ ও বিস্ফোরণ। যদি পিএ পশ্চিম তীরের জন্য ভালো হতো, তাহলে গাজায় ভালো হতো," বলেন তিনি।
সোমাইয়া (২৯) বলেন, "পশ্চিম তীরে পিএ শাসনের অধীনে ফিলিস্তিনিদের জীবন কেমন, সেই উদাহরণই যথেষ্ট।"
আহমেদ (৩৩) বলেন, "আমরা বছরের পর বছর ধরে জীবন ধারণের মৌলিক প্রয়োজন যেমন– কর্মসংস্থান, পানি, চলাফেরার স্বাধীনতা, বিদ্যুৎ এসবের আহ্বান জানিয়ে আসছি। গাজায় পিএ কিংবা অন্য কোনো দলের যোগ্য নেতৃত্বের হিসাব তখনই আসবে, যখন আমরা এই নরক থেকে বের হয়ে একটি সুন্দর জীবন পাব।"
সম্প্রতি ফিলিস্তিনের সরকারি সংবাদ সংস্থা ওয়াফার প্রতিবেদন অনুযায়ী, মাহমুদ আব্বাস মার্কিন পররাষ্ট্রমন্ত্রীকে বলেন, "আমরা একটি ব্যাপক রাজনৈতিক সমাধানের কাঠামোর মধ্যে সম্পূর্ণরূপে আমাদের দায়িত্ব গ্রহণ করব, যেখানে পূর্ব জেরুজালেম এবং গাজা উপত্যকাসহ সমগ্র (অধিকৃত) পশ্চিম তীর অন্তর্ভুক্ত থাকবে।"
দীর্ঘ ৩৮ বছর দখলদারিত্ব বজায় রাখার পর ২০০৫ সালে গাজা থেকে সেনা প্রত্যাহার করে নেয় ইসরায়েল। মূলধারার ফিলিস্তিনি দলের শাসনের অধীনে থাকার পর একপর্যায়ে গাজার নিয়ন্ত্রণ চলে যায় হামাসের হাতে।