গাজায় সবাই হামাস যোদ্ধা, পারমাণবিক বোমা ফেলা যেতে পারে: ইসরায়েলি মন্ত্রী
ইসরায়েলের জেরুজালেম বিষয়ক ও ঐতিহ্য মন্ত্রী আমিচাই ইলিয়াহু রবিবার (৫ নভেম্বর) বলেছেন, গাজা উপত্যকায় পারমাণবিক বোমা নিক্ষেপ করা 'যেতে পারে'।
একটি রেডিও-কে দেওয়া সাক্ষাৎকারে অতি ডানপন্থী নেতা আমিচাই সব গাজাবাসীকে হামাস যোদ্ধা বলে মন্তব্য করেন। তিনি আরো বলেন, তাদেরকে মানবিক সহায়তা দেওয়াকে 'ব্যর্থতা' হিসেবে বিবেচনা করা হবে।
আমিচাই বলেন, তিনি গাজায় ইসরায়েলি বসতি ফিরিয়ে আনার পক্ষে থাকবেন এবং গাজার ফিলিস্তিনিদের 'আয়ারল্যান্ড বা মরুভূমিতে' যাওয়ার পরামর্শ দেবেন।
এরপর নিজ দেশেই সমালোচনার মুখে পড়েছেন এই মন্ত্রী। প্রধানমন্ত্রী নেতানিয়াহু এবং বিরোধী নেতা ল্যাপিদ এমন মন্তব্যের জন্য আমিচাইয়ের নিন্দা করেছেন।
নেতানিয়াহু বলেন, 'আমিচাই ইলিয়াহুর কথাগুলো বাস্তবতা থেকে বিচ্ছিন্ন। ইসরায়েল এবং সামরিক বাহিনী আন্তর্জাতিক আইনের সর্বোচ্চ মান অনুযায়ী কাজ করছে যাতে জড়িত না থাকা মানুষের ক্ষতি রোধ করা যায় এবং আমরা বিজয়ের জন্য এভাবে চালিয়ে যাব।'