জাতিসংঘ মহাসচিবের পদত্যাগের দাবি জানালো ইসরায়েল

ইসরায়েলের ওপর হামাসের গত ৭ অক্টোবরের হামলা 'শূন্য থেকে হয়নি'– এমন মন্তব্য করায় জাতিসংঘের মহাসচিব অ্যান্তোনিও গুতেরেসের পদত্যাগের দাবি জানিয়েছে ইসরায়েল।
মহাসচিবের বক্তব্যকে 'আশ্চর্যজনক' উল্লেখ করে জাতিসংঘে ইসরায়েলের রাষ্ট্রদূত গিলাদ এরদান সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে (পূর্বতন টুইটার) করা এক পোস্টে লিখেছেন, 'তার (জাতিসংঘ মহাসচিব) এই বক্তব্য সন্ত্রাসবাদ এবং হত্যার পক্ষে একটি সমঝোতা প্রকাশ করে। এটি সত্যিই দুঃখজনক যে, হলোকাস্টের পরে উদ্ভূত একটি সংস্থার প্রধান এমন ভয়ঙ্কর দৃষ্টিভঙ্গি ধারণ করেন।'
এরপরে আরেকটি পোস্টে তিনি লেখেন, 'অবিলম্বে তাকে (জাতিসংঘ মহাসচিব) পদত্যাগ করার আহ্বান জানাচ্ছি।'
'যারা ইসরায়েলের নাগরিক এবং ইহুদি জনগণের বিরুদ্ধে সংঘটিত সবচেয়ে ভয়াবহ নৃশংসতার জন্য সহানুভূতি দেখায়, তাদের সাথে কথা বলার কোনো যুক্তি নেই। কথা বলার কোনো কারণ নেই।'
এর আগে মঙ্গলবার (২৪ অক্টোবর) নিউইয়র্কে জাতিসংঘের নিরাপত্তা পরিষদের অধিবেশনে জাতিসংঘের মহাসচিব বলেছিলেন, "গাজায় আন্তর্জাতিক মানবিক আইনের যে সুস্পষ্ট লঙ্ঘন আমরা দেখতে পাচ্ছি, তা নিয়ে আমি গভীরভাবে উদ্বিগ্ন। আমি স্পষ্টভাবে বলছি, একটি সংঘাতে কোনো পক্ষই আন্তর্জাতিক মানবিক আইনের ঊর্ধ্বে নয়।"
"ইসরায়েলের ওপর হামাসের ৭ অক্টোবরের হামলা শূন্য থেকে হয়নি। ফিলিস্তিনি জনগণ ৫৬ বছর ধরে শ্বাসরুদ্ধকর দখলদারিত্বের শিকার হয়েছে। তারা তাদের ভূখণ্ড বসতিতে পরিণত হতে এবং সহিংসতায় জর্জরিত হতে দেখেছে। তাদের অর্থনীতি থমকে গেছে। এই মানুষগুলো বাস্তুচ্যুত হয়েছে এবং তাদের ঘরবাড়ি ধ্বংস করা হয়েছে। তাদের দুর্দশার রাজনৈতিক সমাধানের আশাও ধুলোয় মিশে গেছে," বলেন তিনি।
অ্যান্তোনিও গুতেরেসে এমন বক্তব্যের পরিপ্রেক্ষিতে তার পরত্যাগের দাবি তুলেছে ইসরায়েল। এমনকি, জাতিসংঘ মহাসচিবের সঙ্গে আপাতত কোনো বৈঠক করা হবে না বলেও জানিয়ে দিয়েছেন ইসরায়েলের পররাষ্ট্রমন্ত্রী এলি কোহেন।
এদিকে, হামাসের হামলাকেও 'ভয়াবহ এবং নজিরবিহীন' বলে উল্লেখ করে গাজায় হামাসের কাছে জিম্মি প্রায় ২০০ জনের মুক্তির দাবি জানান জাতিসংঘ মহাসচিব।
হামাস পরিচালিত গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, দুই সপ্তাহের বেশি সময় ধরে চলতে থাকা হামাস-ইসরায়েল সংঘাতে এখন পর্যন্ত ইসরায়েলি বোমা হামলায় ২,৩৬০ শিশুসহ অন্তত ৫,৭৯১ ফিলিস্তিনি নিহত হয়েছেন। অন্যদিকে, হামাসের হামলায় নিহত হয়েছেন কমপক্ষে ১,৪০০ ইসরায়েলি।