ইসরায়েল-গাজা ইস্যুতে নিরাপত্তা পরিষদে ভোটের আহ্বান রাশিয়ার

ইসরায়েল-হামাস সংঘর্ষ বন্ধে সোমবার (১৬ অক্টোবর) জাতিসংঘের নিরাপত্তা পরিষদে একটি খসড়া প্রস্তাবে ভোটের আহ্বান জানিয়েছে রাশিয়া।
মানবিক যুদ্ধবিরতির আহ্বান ও বেসামরিক নাগরিকদের বিরুদ্ধে সহিংসতা বন্ধের পাশাপাশি সমস্ত সন্ত্রাসবাদের নিন্দা জানিয়ে নিরাপত্তা পরিষদের কাছে এ ভোট চেয়েছে দেশটি।
জাতিসংঘে রাশিয়ার ডেপুটি ইউএন অ্যাম্বাসেডর দিমিত্রি পলিয়ানস্কি শনিবার বলেন, ১৫ সদস্যের নিরাপত্তা পরিষদকে যে প্রস্তাব দেওয়া হয়েছে, তাতে কোনো পরিবর্তন হয়নি। সোমবার স্থানীয় সময় বিকেল ৩টায় ভোট হবে বলে আশা প্রকাশ করেন তিনি।
এক পৃষ্ঠার খসড়া প্রস্তাবে জিম্মিদের মুক্তি, মানবিক সহায়তা প্রদান এবং প্রয়োজনে বেসামরিক নাগরিকদের নিরাপদে সরিয়ে নেওয়ারও আহ্বান জানানো হয়েছে। প্রস্তাবে ইসরায়েল এবং ফিলিস্তিনিদের কথা উল্লেখ করা হলেও সরাসরি হামাসের নাম নেওয়া হয়নি।
জাতিসংঘ নিরাপত্তা পরিষদের কোনো প্রস্তাব পাশ হতে হলে ১৫ সদস্যের মধ্যে অন্তত ৯টি ভোট প্রস্তাবের পক্ষে পড়তে হবে এবং এই পরিষদের স্থায়ী সদস্য যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, ফ্রান্স, চীন এবং রাশিয়ার কাছ থেকে কোনো ভেটো (না ভোট) আসা যাবে না। এদিকে, মার্কিন যুক্তরাষ্ট্র সব সময়ই ইসরায়েলকে তার মিত্র মনে করে এবং নিরাপত্তা পরিষদের যেকোনো পদক্ষেপ থেকে বরাবরই ইসরায়েলকে তারা রক্ষা করে আসছে।
এদিকে, গত শনিবার (৭ অক্টোবর) ইসরায়েলে গাজার অতর্কিত হামলার পর থেকে ইসরায়েল ও গাজা শাসনকারী হামাস গোষ্ঠীর মধ্যে সংঘর্ষ শুরু হয়। চলমান এ সংঘর্ষে এখন পর্যন্ত গাজায় ইসরায়েলি বিমান হামলায় ২,২১৫ ফিলিস্তিনি নিহত হয়েছেন বলে জানিয়েছে গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়; আহত হয়েছেন অন্তত ৮,৭১৪ জন । অন্যদিকে, ইসরায়েলে গাজার হামলায় নিহতের সংখ্যা ১,৩০০ এবং আহত ২,৮০০।