গাজা শহর থেকে পালানোর সময় ইসরায়েলি বিমান হামলায় ৭০ জন নিহত: হামাস
হামাস জানিয়েছে, গাজা শহর থেকে পালানোর সময় ফিলিস্তিনিদের গাড়িতে ইসরায়েলি বিমান হামলায় অন্তত ৭০ জন নিহত হয়েছে, যাদের বেশিরভাগই নারী ও শিশু।
তবে, ইসরায়েলের পক্ষ থেকে এ বিষয়ে তাৎক্ষণিক কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি।
আল জাজিরার সংবাদদাতারা আরও জানিয়েছেন, ইসরায়েলের সতর্কবার্তার পর হাজার হাজার ফিলিস্তিনি বেসামরিক নাগরিক উত্তর গাজা থেকে পালিয়ে দক্ষিণের দিকে যাচ্ছেন।
শুক্রবার গাজা শহরের ১০ লাখের বেশি বাসিন্দাকে ২৪ ঘণ্টার মধ্যে গাজার দক্ষিণাঞ্চলে সরে যেতে বলে ইসরায়েলের সামরিক বাহিনী। গাজার সীমান্তজুড়ে বিপুল সংখ্যক ট্যাংক ও অন্যান্য ভারী যুদ্ধাস্ত্র সমবেত করেছে তারা।
গাজায় ইসরায়েলি বিমান হামলায় এ পর্যন্ত কমপক্ষে ১,৯০০ ফিলিস্তিনি নিহত এবং ৭,৬৯৬ জন আহত হয়েছে।
ইসরায়েলে নিহতের সংখ্যা ১,৩০০ এবং আহত ২,৮০০।