প্রথমবারের মতো ডলারপ্রতি ৮০তে নামলো ভারতীয় রুপি
মঙ্গলবার প্রথমবারের মতো মার্কিন ডলার প্রতি ৮০তে নেমে এসেছে ভারতীয় রুপি।
মঙ্গলবার বাজার খোলার প্রায় সঙ্গে সঙ্গেই ডলার প্রতি রুপির দাম ৮০.০১৭৫ তে নেমে আসে। এটিই সর্বকালের রেকর্ড সর্বনিম্ন।
মার্কিন ডলারের বিপরীতে ভারতীয় মুদ্রার পতনের কারণ হিসেবে প্রাথমিকভাবে বিশেষজ্ঞরা ডলারের শক্তি বৃদ্ধিকে দায়ী করেছেন।
এছাড়া, রাশিয়া-ইউক্রেন দ্বন্দ্ব, আন্তর্জাতিক বাজারে আর্থিক অবস্থা, অপরিশোধিত তেলের দাম বৃদ্ধি ও ক্রমবর্ধমান বাণিজ্য ঘাটতিকেও দায়ী করেন তারা।
এ সকল কারণে বেশ কিছু সময় ধরেই ভারতীয় মুদ্রা চাপের মুখে রয়েছে। চলতি বছর মার্কিন ডলারের বিপরীতে এটি প্রায় ৭ শতাংশ কমেছে।