করোনাভাইরাসে আক্রান্ত অমর্ত্য সেন, শান্তিনিকেতনে চলছে চিকিৎসা
করোনাভাইরাসে আক্রান্ত হলেন নোবেলজয়ী অর্থনীতিবিদ অমর্ত্য সেন। তবে তাঁর শারীরিক অবস্থা এখন স্থিতিশীল। ভারতে করোনাভাইরাস বাড়তে শুরু করেছে। তার মধ্যেই এই খবর মিলল। তবে চিকিৎসকদের পরামর্শে শান্তিনিকেতনে নিজের বাড়ি প্রতীচীতেই সেলফ আইসোলেশনে রয়েছেন বর্ষীয়ান এই অর্থনীতিবিদ। সেখানেই চলছে তাঁর চিকিৎসা।
ঠিক কী হয়েছে অমর্ত্য সেনের? জানা গিয়েছে, গত ১ জুলাই শান্তিনিকেতনে নিজের বাড়িতে আসেন অমর্ত্য সেন। তারপর কয়েকটি দিন কাটতেই তাঁর শরীর ভালো যাচ্ছে না বলে খবর পাওয়া যায়। চিকিৎসকদের সঙ্গে পরামর্শ করা হয় তখন। এরপর পরীক্ষা করা হয় অমর্ত্য সেনের। সেই পরীক্ষাতেই ধরা পড়ে প্রবীণ এই অর্থনীতিবিদ করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন।
সূত্রের খবর, শনিবার শান্তিনিকেতনের বাড়ি থেকে কলকাতা যাওয়ার কথা ছিল অর্থনীতিবিদের। এমন কী অমর্ত্য সেনের একটি অনুষ্ঠানে যোগ দেওয়ার কথা ছিল কলকাতায়। আবার ১০ জুলাই লন্ডনের উদ্দেশে রওনা হওয়ার কথা ছিল তাঁর। কিন্তু করোনাভাইরাসে আক্রান্ত হওয়ায় সে সবই বাতিল করা হয়েছে।
অমর্ত্য সেনের পরিবার সূত্রে জানা গেছে, এখন শান্তিনিকেতনে নিজের বাড়ি প্রতীচীতেই রয়েছেন অমর্ত্য সেন। সেখানে তাঁর চিকিৎসা চলছে। চিকিৎসকদের পরামর্শ মেনেই চলছেন তিনি। তবে এখনও তাঁর আরটি–পিসিআর পরীক্ষা হয়নি।