লিসিচানস্ক দখলের পর অভিযান অব্যাহত রাখার ঘোষণা পুতিনের

ইউক্রেনের লুহানস্ক অঞ্চলের শেষ বড় ঘাঁটি লিসিচানস্ক মস্কোর দখলে আসার পর প্রতিরক্ষা মন্ত্রীকে অভিযান অব্যাহত রাখার নির্দেশ দিয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন।
রাশিয়ান টিভিতে এক ভাষণে প্রেসিডেন্ট পুতিন অন্যান্য বাহিনীর সেনাসদস্যদেরও 'পূর্ব-অনুমোদিত পরিকল্পনা' অনুযায়ী লক্ষ্য অর্জনে এগিয়ে যাওয়ার আহ্বান জানিয়েছেন।
লিচিচানস্ক দখলের পর লুহানস্ক অঞ্চলের পুরোটাই এখন রাশিয়ার হাতে।
এর আগে লুহানস্কের গভর্নর সেরহিই হাইদাই বিবিসিকে বলেন, সেনারা নতুন সুরক্ষিত স্থানে অবস্থান নিয়েছেন।
রাশিয়ার কাছে লুহানস্কের নিয়ন্ত্রণ হারানোর বিষয়টি বেদনাদায়ক ছিল উল্লেখ করে তিনি বলেন, "এটা শুধু একটা লড়াইয়ে আমরা হেরেছি, পুরো যুদ্ধে নয়।
তিনি রাশিয়াকে প্রতিহত করতে পশ্চিমাদের কাছে আরও অস্ত্র সাহায্য চান।
এদিকে আধুনিক সমরাস্ত্রের সরবরাহ বাড়ছে উল্লেখ করে ইউক্রেনীয় প্রেসিডেন্ট জেলেনস্কি বলেন ইউক্রেনীয় সেনারা লিসিচানস্ক পুনর্দখল করবে।
এদিকে ভ্লাদিমির পুতিন প্রতিরক্ষা মন্ত্রী সের্গেই শোইগুকে বলেন, লুহানস্ক দখলে যে সৈন্যরা অভিযানে অংশ নিয়েছে তাদের উচিৎ 'বিশ্রাম নিয়ে যুদ্ধের সক্ষমতা বৃদ্ধি করা'।
পূর্ব ও পশ্চিমের অন্যান্য সামরিক ইউনিটকেও অবশ্যই পূর্ব অনুমোদিত পরিকল্পনা অনুযায়ী তাদের কাজগুলো সম্পাদনা করতে হবে বলেও মন্তব্য করেন তিনি। এই ফ্রন্টগুলোও লুহানস্ক অঞ্চলের মতো সাফল্য লাভ করবে বলে তিনি আশা করেন।
- সূত্র: বিবিসি