হীরামান্ডির অভিনেত্রী মনীষা কৈরালা: নেপালে বিলাসবহুল বাড়ি, আর তার সিনেমা প্রতি পারিশ্রমিক
অভিনেত্রী মনীষা কৈরালা ১৯৮৯ সালে মুক্তিপ্রাপ্ত 'ফেরি ভেটোউলা' সিনেমার মাধ্যমে অভিনয়জগতে প্রবেশ করেন। সম্প্রতি তিনি বিখ্যাত পরিচালক সঞ্জয় লীলা বানসালির 'হীরামান্ডি' সিরিজে অভিনয় করেছেন।
নেটফ্লিক্সে মুক্তিপ্রাপ্ত 'হীরামান্ডি' নিয়ে দর্শকদের মাঝে মিশ্র প্রতিক্রিয়া দেখা গিয়েছে। তবে সিরিজটিতে মনীষার অভিনয় যেন সকলের প্রশংসা কুড়িয়েছে।
বলিউড ও তামিল সিনেমায় মনীষা এক পরিচিত নাম। একইসাথে তিনি বাংলা, মালায়লাম ও নেপালি সিনেমাতেও নিজের প্রতিভার স্বাক্ষর রেখেছেন। তার সাম্প্রতিক সময়ের অভিনয়ে তিন দশকের অভিজ্ঞতার স্বাক্ষর পাওয়া যায়।
মনীষা কৈরালা বেশ ধনী রাজনৈতিক পরিবার থেকে এসেছেন। তিনি বিশ্বেশ্বর প্রসাদ কৈরালার নাতনি, যিনি নেপালের সাবেক প্রধানমন্ত্রী। অভিনেত্রীর বাবা প্রকাশ কৈরালা একজন সুপরিচিত রাজনৈতিক ব্যক্তিত্ব। তিনি নেপালের প্রতিনিধি পরিষদের প্রাক্তন সদস্য এবং একজন ক্যাবিনেট মন্ত্রী।
অভিনেত্রী মনীষা নেপালে একটি সুন্দর ও বিত্তশালী বাড়ির মালিক। তবে বাড়িটি সমস্ত লাইমলাইট থেকে দূরে নির্মাণ করা হয়েছে। অভিনেত্রী মূলত তার পরিবারের সাথে নিরিবিলিতে সময় কাটাতে এটি তৈরি করেছেন। প্রচণ্ড কর্মব্যস্ত জীবনের মাঝে একটুখানি বিশ্রামের জন্য যেন এটি তার এক আদর্শ গন্তব্য।
বাড়িটি সাদা রঙের থিমে তৈরি করা হয়েছে। সাজসজ্জার মধ্যে রয়েছে আরামদায়ক আসবাবপত্র, কাঠের মেঝে, সুন্দর শিল্পকর্ম ও পারিবারিক বেশকিছু প্রতিকৃতি। মনীষার অফিসিয়াল ইনস্টাগ্রামে গেলে তার বিলাসবহুল বাড়িটি সম্পর্কে কিছুটা জানা যায়।
ফার্স্টপোস্টের প্রতিবেদন অনুসারে, মনীষা হীরামান্ডিতে মল্লিকাজানের চরিত্রে অভিনয়ের জন্য ১ কোটি রুপি নিয়েছেন। এবিপি লাইভের এক প্রতিবেদন অনুসারে, গত বছর মুক্তিপ্রাপ্ত শেহজাদাতে যশোদা জিন্দালের চরিত্রে অভিনয়ের জন্য তিনি একই পরিমাণ চার্জ করেছিলেন। যেখানে কার্তিক আরিয়ান ও কৃতি শ্যানন মুখ্য ভূমিকায় অভিনয় করেছিলেন।
অবসর সময়ে মনীষা ঘুরতে ভালোবাসেন। এক্ষেত্রে তার আগ্রহ দুঃসাহসিক ভ্রমণ এবং বিদেশে নতুন নতুন গন্তব্যের খোঁজ। তারকার সোশ্যাল মিডিয়া (ইনস্টাগ্রাম) ঘুরে আসলেই ভ্রমণের প্রতি তার আগ্রহের আভাস মিলবে।
লাইফস্টাইল এশিয়ার তথ্যমতে, ৫৩ বছর বয়সী এই অভিনেত্রীর আনুমানিক মোট সম্পদের পরিমাণ ১২ মিলিয়ন মার্কিন ডলার বা প্রায় ১০০.১৯ কোটি রুপি।
অনুবাদ: মোঃ রাফিজ খান