মারা গেলেন হ্যারি পটারের ‘প্রফেসর ম্যাকগোনাগল’
হ্যারি পটার সিনেমায় প্রফেসর ম্যাকগোনাগল চরিত্রে অভিনয়কারী ব্রিটিশ শিল্পী ম্যাগি স্মিথ (৮৯) মারা গেছেন। আজ শুক্রবার এক প্রতিবেদনে তার মৃত্যুর বিষয়টি জানিয়েছে বিবিসি।
স্মিথের ক্যারিয়ারের শুরু ১৯৫০ এর দশকে। তিনি ট্রেবল অ্যাওয়ার্ডজয়ী (অস্কার, এমি ও টনি অ্যাওয়ার্ড) অভিনয়শিল্পীদের মধ্যে অন্যতম। দীর্ঘদিনের ক্যারিয়ারে তার ঝুলিতে উঠেছে দুটি অস্কার, চারটি এমি অ্যাওয়ার্ড ও টনি অ্যাওয়ার্ড।
জনপ্রিয় হ্যারি পটার সিনেমায় প্রফেসর ম্যাকগোনাগলের চরিত্রে অভিনয় করেছেন তিনি। এ চরিত্রের কারণে জন্য বর্তমান প্রজন্মের কাছে তিনি প্রফেসর ম্যাকগনাগেল নামেই অধিক পরিচিত।
১৯৬৫ সালে লরেন্স অলিভিয়ারের 'ওথেলো' সিনেমায় ডেসডিমোনা চরিত্রে অভিনয় করে প্রথমবারের মতো তিনি একাডেমি অ্যাওয়ার্ডের জন্য মনোনীত হন। ১৯৬৯ সালে 'দ্য প্রাইম অব মিস জিন ব্রডি'-তে এডিনবার্গ স্কুলশিক্ষিকার চরিত্রে অভিনয় তাকে অস্কার এনে দেয়।
দ্বিতীয় অস্কার জেতেন ১৯৭৮ সালে 'ক্যালিফোর্নিয়া সুইট'-এ সিনেমায় অভিনয়ের মধ্য দিয়ে।
১৯৯০ সালে কুইন এলিজাবেথ কর্তৃক সম্মানসূচক 'ডেম' উপাধিতে ভূষিত হন স্মিথ।
উল্লেখ্য, ডেম উপাধি মূলত নারীদের দেওয়া হয়। এটি রাজকীয় 'নাইট' উপাধির সমতুল্য। যুক্তরাজ্যের রাজার দেওয়া অন্যতম সর্বোচ্চ সম্মানজনক উপাধি 'নাইট'।
অনুবাদ: রেদওয়ানুল হক