ন্যাটালি পোর্টম্যান এবার শিশুসাহিত্যিক, আসছে প্রথম বই
হলিউড তারকা ম্যাডোনা, জিম ক্যারি, উইল স্মিথ ও জুলিয়ান মুরের পথ ধরে এবার শিশুসাহিত্যিক হিসেবে আত্মপ্রকাশ করছেন ন্যাটালি পোর্টম্যান। শিশুতোষ বইয়ের রঙিন দুনিয়ায় লেখিকা হিসেবে আগামি মাসেই আবির্ভাব ঘটবে তার।
নিজের লেখা প্রথম বই "ন্যাটালি পোর্টম্যান'স ফেবলস"-এর প্রকাশনা সামনে রেখে ৩৯ বছর বয়সী এই 'ব্ল্যাক সোয়ান' অভিনেত্রী মঙ্গলবার ইনস্টাগ্রামে এক পোস্ট দিয়ছেন। সেখানে জানিয়েছেন, বইটি বাজারে আসবে ২০ অক্টোবর। অবশ্য এটি কোনো মৌলিক বই নয়; বরং প্রচলিত কয়েকটি উপকথা নিজের মতো সাজিয়ে লিখেছেন তিনি।
'ধ্রূপদী গল্প আমার পছন্দ। সেগুলোকে আমরা এখন যে পৃথিবীতে রয়েছি, তার সঙ্গে আরও বেশি সামঞ্জস্যপূর্ণ করে তুলতে চেয়েছি এই বইয়ে,' ইনস্টাগ্রামে লিখেন ন্যাটালি।
২০১২ সালে ফরাসি নৃত্যশিল্পী ও কোরিওগ্রাফার বেনিয়ামিম মিলেপিয়্যেকে বিয়ে করেন এই ইসরায়েলি-মার্কিন অভিনেত্রী। তাদের দুই সন্তান- নয় বছর বয়সী পুত্র আলেফ ও তিন বছর বয়সী কন্যা আমালিয়া।
ন্যাটালি বলেন, 'আমার মেয়েটা যখন জন্মাল, তখন সাহিত্যের একটি একেবারেই নতুন ধারার সঙ্গে পরিচয় হলো আমার- নারীবাদী শিশুতোষ বই।'
এ সময়েই এমন একটি বই লেখার ভাবনা তার মাথায় আসে বলে জানিয়েছেন তিনি।
- সূত্র: দ্য ন্যাশনাল [সংযুক্ত আরব আমিরাত]