ধর্ষণের দায়ে হার্ভি ওয়াইনস্টিনের দোষী সাব্যস্তের রায় বাতিল করলেন নিউ ইয়র্কের আদালত
যৌন নিপীড়ন এবং ধর্ষণের দায়ে ২০২০ সালে হার্ভি ওয়াইনস্টিনের দোষী সাব্যস্ত হওয়ার রায় নিউ ইয়র্কের সর্বোচ্চ আদালত বাতিল করেছেন।
ফলে ল্যান্ডমার্ক এ মামলাটি পুনরায় চালু হতে যাচ্ছে। #মিটু আন্দোলনকে উৎসাহিত করা এবং প্রভাবশালী পুরুষদেরকে জবাবদিহিতার মুখে আনার চ্যালেঞ্জকে তুলে ধরেছিল হার্ভির বিরুদ্ধে এ মামলা।
বৃহস্পতিবার (২৫ এপ্রিল) ৪–৩-এর তিক্ত সিদ্ধান্তের পর নিউ ইয়র্কের আপিল আদালত বলেছেন, হার্ভি তাদের ওপর আগ্রাসন চালিয়েছেন — নারীদের এমন সাক্ষ্য দেওয়ার অনুমতির মাধ্যমে মামলাটির বিচারক একটি গুরুতর ভুল করেছেন। কারণ এ নারীদের অভিযোগসমূহ হার্ভির বিরুদ্ধে আনা অভিযোগের অংশ ছিল না।
বিচারক জেনি রিভেরা সংখ্যাগরিষ্ঠ সিদ্ধান্তের পক্ষে লেখেন, 'এ গুরুতর ত্রুটিসমূহের প্রতিকার হলো নতুন করে বিচারের আয়োজন করা।'
৭২ বছর বয়সি ওয়াইনস্টিন বর্তমানে নিউ ইয়র্কের একটি কারাগারে ২৩ বছরের সাজা ভোগ করছেন।
তবে অবিলম্বে তার মুক্তি হবে বলে আশা করা হচ্ছে না। কারণ ২০১৩ সালের লস এঞ্জেলেসের এক হোটেলে একজন অভিনেত্রীকে ধর্ষণের দায়ে ক্যালিফোর্নিয়ায় গত বছর দোষী সাব্যস্ত হওয়ার পরে সেখানে ১৬ বছরের কারাদণ্ডের শাস্তি পেয়েছেন তিনি।
ম্যানহাটন ডিস্ট্রিক্ট অ্যাটর্নি অ্যালভিন ব্র্যাগের মুখপাত্র এমিলি টাটল এক ইমেইলে বলেন, 'আমরা এ মামলার পুনঃবিচারের জন্য আমাদের ক্ষমতার সবকিছু করব এবং যৌন নিপীড়নের শিকার ব্যক্তিদের প্রতি আমাদের প্রতিশ্রুতিতে অবিচল থাকব।'
অ্যালভিন ব্র্যাগের পূর্বসূরি সাইরাস ভ্যান্স নিউইয়র্কে হার্ভি ওয়াইনস্টিনের বিরুদ্ধে ওই মামলা করেছিলেন।
ওয়াইনস্টিনের আইনজীবী আর্থার আইডালা নতুন এ সিদ্ধান্তকে তার মক্কেল এবং অপরাধের অভিযোগে অভিযুক্ত যেকোনো আমেরিকান — 'তারা যতই জনপ্রিয় বা অজনপ্রিয় হোক না কেন' — তাদের সবার জন্য বিজয় বলে অভিহিত করেছেন।
হলিউডের এক সময়ের অন্যতম প্রভাবশালী প্রযোজক হার্ভি ওয়াইনস্টিন কারও সঙ্গে অ-সম্মতিমূলক যৌনমিলনের কথা অস্বীকার করেছেন সবসময়।
অভিনেত্রী এবং ওয়াইনস্টিনের বিরুদ্ধে অন্যতম অভিযোগকারী অ্যাশলে জুড এক সংবাদ সম্মেলনে আদালতের এ সিদ্ধান্তকে 'প্রাতিষ্ঠানিক বিশ্বাসঘাতকতা' বলে অভিহিত করেছেন।