আমরা খাবার ভাগ করে খেতাম: ববিতা
"কবরী আপার মৃত্যুর খবরটা শুরুতে বিশ্বাস করতে পারিনি। ভেবেছিলাম ফারুক ভাইয়ের মৃত্যুর গুজবের মতো এটাও একটা গুজব। পরে সেহরীর সময় টেলিভিশন চালু করে নিশ্চিত হয়েছিলাম এটা গুজব না"।
কবরীর মৃত্যু নিয়ে দ্য বিজনেস স্ট্যান্ডার্ডের কাছে বলছিলেন জনপ্রিয় চলচ্চিত্র অভিনেত্রী ববিতা। তিনি বলেন, "এটা মেনে নেওয়ার মতো খবর না। কবরী আপা ছিলেন আমাদের চলচ্চিত্রের লাইট হাউজ। একজন কিংবদন্তী। তাকে হারানোর ব্যাপারটা সত্যি আমাদের জন্য বড় ক্ষতি"।
ববিতা জানান, নায়ক রাজ্জাকের মৃত্যর সময় কবরীর সঙ্গে শেষবার দেখা হয়েছিল। তারপর আর দেখা হয়নি। কথাও হয়নি। তবে খোঁজখবর রাখতেন। নতুন সিনেমা করছেন সেটাও জানতেন ববিতা।
তিনি বলেন, "আপার সঙ্গে আমি সবশেষ অভিনয় করি গাজী মাহবুব পরিচালিত 'রাজা সূর্য খা' ছবিতে। আপা তখন নারায়নগঞ্জের এমপি। আমি আপাকে ফোন করে বলি, চলুন আপা একসঙ্গে একটা কাজ করি। আপনি শিডিউল দেন। আপা তখনই রাজি হয়ে যান। পরে ডেট মিলিয়ে আমরা শুটিং শুরু করি। শুটিংয়ে আমার বাসা থেকে টিফিন বাটিতে করে খাবার আসতো। আমরা সেটা ভাগ করে খেতাম। মাঝেমধ্যে আপার ছেলে শাকেরও আসতো। সবাই মিলে খাবার খেতাম। সেগুলো এখন স্মৃতি।'
"আমি কবরী আপার আত্মার শান্তি কামনা করছি। মহান সৃষ্টিকর্তা তাকে বেহেশত রাখুক", বলেন ববিতা।