কবরী আর নেই
বাংলা চলচ্চিত্রের ইতিহাসের অন্যতম জনপ্রিয় অভিনেত্রী সারাহ বেগম কবরী আর নেই।
শুক্রবার দিবাগত রাত ১২টা ২০ মিনিটে রাজধানীর শেখ রাসেল গ্যাস্ট্রোলিভার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন সাবেক এই সাংসদ, চিত্রনায়িকা ও নির্মাতা।
কবরীর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন তার ছেলে শাকের চিশতী।
গত ৫ এপ্রিল করোনাভাইরাস রিপোর্ট পজিটিভ আসার পরপরই রাজধানীর কুর্মিটোলা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছিল কবরীকে।
পরে শারীরিক অবস্থার অবনতি ঘটলে ৮ এপ্রিল শেখ রাসেল গ্যাস্ট্রোলিভার ইনস্টিটিউট ও হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) স্থানান্তর করা হয় তাকে।
সেখানে অক্সিজেনের মাত্রা ওঠানামা শুরু হলে বৃহস্পতিবার বিকেলে তাকে লাইফ সাপোর্টে নেওয়া হয়।
১৯৫০ সালে চট্টগ্রাম জেলার বোয়ালখালী উপজেলাতে জন্মগ্রহণ করেন অভিনেত্রী কবরী সারোয়ার৷ জন্মস্থান বোয়ালখালী হলেও শৈশব ও কৈশোর বেড়ে ওঠা চট্টগ্রাম নগরীতে।
১৯৬৪ সালে বরেণ্য চলচ্চিত্র নির্মাতা সুভাষ দত্তের পরিচালনায় 'সুতরাং' ছবির নায়িকা হিসেবে অভিনয় জীবনের শুরু কবরীর৷ এরপর অভিনয় করেছেন হীরামন, ময়নামতি, চোরাবালি, পারুলের সংসার, বিনিময়, আগন্তুক -সহ জহির রায়হানের তৈরি উর্দু ছবি 'বাহানা' এবং ভারতের চলচ্চিত্র নির্মাতা ঋত্বিক ঘটকের ছবি 'তিতাস একটি নদীর নাম' উল্লেখযোগ্য চলচ্চিত্রে।
১৯৭১ সালে মুক্তিযুদ্ধের সময় অভিনেত্রী কবরী কলকাতায় গিয়ে বাংলাদেশের পক্ষে জনমত সৃষ্টি করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন। সেসময় কলকাতায় বিভিন্ন সভা-সমিতি ও অনুষ্ঠানে বক্তৃতা প্রদান এবং নানা সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজন করেন তিনি।
২০০৮ সালে নবম জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগের মনোনয়নে নারায়ণগঞ্জ-৪ আসন থেকে সংসদ সদস্য হিসেবে নির্বাচিত হয়েছিলেন কবরী।