করোনায় এক দিনে ৩ মৃত্যু
দেশে গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত ৩ জনের মৃত্যু হয়েছে, আর নতুন ২০৫ জনের মধ্যে সংক্রমণ শনাক্ত হয়েছে।
এ সময় নমুনা পরীক্ষার বিপরীতে শনাক্তের হার ১ দশমিক ০৩ শতাংশ। আগের দিন এ হার ছিল ১ দশমিক ১৫ শতাংশ।
কোভিডে আক্রান্তদের মধ্যে গত ২৪ ঘণ্টায় আরও ২৯৯ জন সুস্থ হয়ে উঠেছেন। এ নিয়ে এখন পর্যন্ত মোট ১৫ লাখ ৪০ হাজার ৩১৭ জন এ পর্যন্ত সুস্থ হয়েছেন।
গত ২৪ ঘণ্টায় যারা মারা গেছেন তাদের ২ জন পুরুষ এবং ১ জন নারী। তারা ৩ জনই সরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। মৃত ৩ জনের মধ্যে ২ জন ঢাকা বিভাগের এবং ১ জন চট্টগ্রাম বিভাগের বাসিন্দা ছিলেন।
রোববার সকাল পর্যন্ত ২৪ ঘণ্টায় শনাক্ত নতুন রোগীদের নিয়ে দেশে এ পর্যন্ত শনাক্তের সংখ্যা বেড়ে হয়েছে ১৫ লাখ ৭৫ হাজার ৭৮৪ জন। তাদের মধ্যে ২৭ হাজার ৯৭৮ জনের মৃত্যু হয়েছে।