দলের সঙ্গে অনুশীলনে সাকিব
শ্রীলঙ্কার বিপক্ষে চট্টগ্রাম টেস্টের আগে বাংলাদেশের প্রথম অনুশীলন, শুরু হওয়ার কথা সকাল ১০টায়। শনিবার সময়ের আগেই চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে হাজির বাংলাদেশ দল। সঙ্গে সেই মানুষটি, যার অপেক্ষায় পুরো দল; সাকিব আল হাসান। দলের সঙ্গে মাঠে নেমে গেলেন। মাঠে নেমে প্রধান কোচ রাসেল ডমিঙ্গোর সঙ্গে করে নিলেন কুশলাদি। এরপর টিম ডিরেক্টর খালেদ মাহমুদের সঙ্গে কিছুক্ষণ আলোচনা।
অনুশীলন শুরুর আগে সাকিব মাঠ ছাড়লেন, কিছুক্ষণ পর ব্যাট-প্যাড পরে নেটের পাশে হাজির অভিজ্ঞ এই অলরাউন্ডার। কিন্তু নেট তখন খালি নেই। জহুর আহমেদের মাঠের দক্ষিণ পাশের দুই নেটে তখন ব্যাটিং ঝালাই করে নিচ্ছেন ওপেনার মাহমুদুল হাসান জয় ও মুশফিকুর রহিম। সাকিবকে তাই অপেক্ষায় থাকতে হয় ১০-১২ মিনিটের মতো। এরপর জয় নেট ছাড়লে ব্যাটিং দিয়ে অনুশীলন শুরু করেন সাকিব। থ্রো ডাউনে চালাতে থাকেন ব্যাটিং।
আমেরিকা থেকে মঙ্গলবার দেশে ফিরে বুধবারই চট্টগ্রামে দলের সঙ্গে যোগ দেওয়ার কথা ছিল সাকিবের। করোনাভাইরাসে আক্রান্ত হওয়ায় সেটা সম্ভব হয়নি। ১৪ মে পর্যন্ত তার আইসোলেশনেই থাকার কথা ছিল। তবে মাঠে ফিরতে মরিয়া নিজে থেকেই দুবার করোনা পরীক্ষা করিয়ে নেন সাকিব, ফল নেগেটিভ আসে। পরে বিসিবির তত্ত্বাবধানে করানো পরীক্ষাতেও ফল নেগেটিভ আসে।
নেগেটিভ হওয়ার দিনই চট্টগ্রামে চলে আসেন সাকিব। এদিন চট্টগ্রামে টিম হোটেলের বাইরে সাংবাদিকদের আনাগোনা থাকলেও ধরা দেননি তিনি। রাতে টিম ম্যানেজমেন্টের কয়েক জনের সঙ্গে সংক্ষিপ্ত আলোচনা হয় তার। সেখানে তার খেলা না খেলা নিয়ে আলোচনা হয়। তবে ১৫ দিন পর মাঠে নেমে আজ সাকিব ফিটনেসে কেমন থাকেন, সেটা আগে যাচাই করবে দল; এরপর তার খেলার ব্যাপারে সিদ্ধান্ত নেওয়া হবে।
যদিও 'সাকিব নেই' ধরে নিয়েই প্রথম টেস্ট খেলার পরিকল্পনা সাজানো হচ্ছে বলে জানিয়েছেন বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন। আবার তার জন্য অপেক্ষাও করা হচ্ছে। সাকিবের খেলার ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত নিতে শনিবারের শেষ পর্যন্ত অপেক্ষা করবে বাংলাদেশ। এর আগে সাকিবের সুস্থতার ব্যাপারটি নিশ্চিত হবে টিম ম্যানেজমেন্ট। এরপর বিসিবির মেডিকেল দলের পরামর্শ অনুযায়ী সিদ্ধান্ত নেওয়া হবে। রাসেল ডমিঙ্গো জানিয়েছেন, পুরোপরি ফিট সাকিবকে দলে চান তিনি।