মৃত ভাইয়ের স্মরণে ইতালির হয়ে খেলবেন অস্ট্রেলিয়ান ওপেনার জো বার্নস
ইতালির হয়ে ক্রিকেট খেলার সিদ্ধান্ত নিয়েছেন জো বার্নস। এই ডানহাতি ওপেনিং ব্যাটসম্যান অস্ট্রেলিয়ার হয়ে টেস্ট খেলেছেন। বার্নসের ইতালির হয়ে খেলার সিদ্ধান্ত নেওয়ার পেছনে রয়েছে একটি মর্মস্পর্শী ঘটনা।
বার্নস ইতালির হয়ে খেলার সিদ্ধান্ত নিয়েছেন তার সদ্য মৃত্যুবরণ করা ভাইয়ের জন্য। বার্নসের ভাই ডোমিনিক এ বছরের ফেব্রুয়ারিতে মারা গেছেন। বার্নসের সঙ্গে ২০২৪-২৫ মৌসুমের জন্য শেফিল্ড শিল্ডের দল কুইনসল্যান্ড চুক্তি করেনি।
এমনকি বিগ ব্যাশ লিগেও তার সঙ্গে কোনো দল চুক্তি করেনি। নিজের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে ইতালির জার্সিতে খেলার সিদ্ধান্ত জানাতে গিয়ে আবেগতাড়িত এক পোস্ট করেছেন বার্নস। ৮৫ নম্বর জার্সিতে ইতালির হয়ে খেলবেন বলে উল্লেখ করেছেন তিনি।
'এটা শুধুই একটা সংখ্যা নয়। শুধুই একটা জার্সি নয়। এটা তার জন্য যাকে আমি চিনি, সে আমাকে দেখে গর্ব করবে। এ বছরের ফেব্রুয়ারিতে আমার ভাই মারা গেছে। সর্বশেষ নর্দার্ন ফেডারেলসের হয়ে যে সে খেলেছে, সেই দলে তার জার্সি নাম্বার ছিল ৮৫।'
মায়ের সূত্রে ইতালির হয়ে খেলার স্বীকৃতি পেয়েছেন বার্নস। ২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপকে সামনে রেখে আঞ্চলিক বাছাইপর্বে তার খেলার সম্ভাবনা রয়েছে। ফ্রান্স, আইল অব ম্যান, লুক্সেমবার্গ, তুরস্কের সঙ্গে এক গ্রুপে পড়েছে ইতালি।