‘ওয়ানডে ক্রিকেট ধীরে ধীরে মরে যাচ্ছে’
একদিন আগেই ওয়ানডে ক্রিকেটের দুর্দশা নিয়ে কথা বলেছেন ওয়াসিম আকরাম। ওয়ানডে ক্রিকেটে আর প্রাণ নেই, ক্রিকেটাররা সামর্থ্যের পুরোটা দিয়ে এখন খেলেন না বলে ফরম্যাটটি বাদ দেওয়ার পরামর্শ দিয়েছেন পাকিস্তানের কিংবদন্তি এই পেসার। একদিন পর প্রায় একই ধরনের কথা বললেন উসমান খাওয়াজা। অস্ট্রেলিয়ার বাঁহাতি এই ব্যাটসম্যান বলছেন, ওয়ানডে ক্রিকেট ধীরে ধীরে মরে যাচ্ছে।
ওয়ানডে ক্রিকেটের অবস্থানের পেছনে টি-টোয়েন্টি ক্রিকেটের প্রভাবকে দায়ী করছেন খাজা। তার মতে, টি-টোয়েন্টির জমজমাট সব আয়োজনের ভিড়ে হারিয়ে যাচ্ছে ওয়ানডে ক্রিকেট। টপ অর্ডার এই ব্যাটসম্যানের মতে, ক্রিকেটমোদীদের আগ্রহের তলানিতে রয়েছে ওয়ানডে ফরম্যাট।
১০৫ ওয়ানডে খেলেই এই ফরম্যাটকে বিদায় বলেছেন বেন স্টোকস। ইংল্যান্ডের এই অলরাউন্ডারের এমন আচমকা সিদ্ধান্তের পর ওয়ানডের কার্যকারিতা নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে।
আন্তর্জাতিক ক্রিকেটের ব্যস্ত সূচিতে পেরে উঠছিলেন না স্টোকস। শারীরিক ও মানসিক চাপ কমাতে ওয়ানডে থেকে অবসরের পথ বেছে নেন তিনি। অথচ এই ফরম্যাটেই সবচেয়ে সফল তিনি। ইংল্যান্ডের ২০১৯ বিশ্বকাপ জয়ের মিশনে নায়ক ছিলেন ৩১ বছর এই ক্রিকেটার।
ওয়াসিম আকরামের ক্ষেত্রেও তাই। ৫১ বছরের ওয়ানডে ক্রিকেটের ইতিহাসে মাত্র দুজন বোলার ৫০০'র বেশি উইকেট নিয়েছেন। এর মধ্যে একজন ওয়াসিম। সাবেক এই পেসারের ঝুলিতে আছে ৫০২ উইকেট (মুত্তিয়া মুরালিধরন ৫৩৪ উইকেট)। পাকিস্তানের ৯৬ বিশ্বকাপ জয়ের মিশনে গুরুত্বপূর্ণ সদস্য ছিলেন তিনি। সেই ওয়াসিমই ওয়ানডে ফরম্যাট বাদ দেওয়ার পক্ষে।
'ওয়ানডে ক্রিকেট মরে যাচ্ছে' বলে মন্তব্য করা খাওয়াজাও এই ফরম্যাটে সফল। ২০১৩ সালে ওয়ানডেতে অভিষেকের পর এই ফরম্যাটে ৪০টি ম্যাচ খেলেছেন তিনি। দুটি সেঞ্চুরি ও ১২টি হাফ সেঞ্চুরিসহ ৪২ গড়ে ১ হাজার ৫৫৪ রান করেছেন দুই বছর আগে নিজের শেষ ওয়ানডে খেলা খাওয়াজা।
ওয়ানডে ক্রিকেট নিয়ে অজি এই ব্যাটসম্যান বলেছেন, 'এটা আমার ব্যক্তিগত মতামত। আমি জানি, আমার মতো অনেকেই এটা ভাবছেন। টেস্ট ক্রিকেট আছে, যেটা সবকিছুর উপরে। টিটোয়েন্টি ক্রিকেট আছে, পুরো বিশ্বে যার অনেক ফ্র্যাঞ্চাইজি লিগ আছে, দারুণ উপভোগ্য, সবাই যে সংস্করণকে পছন্দ করে। এরপর ওয়ানডে ক্রিকেট।'
নিজেও ওয়ানডে ক্রিকেট নিয়ে ততোটা আগ্রহ নন জানিয়ে খাওয়াজা বলেন, 'সব সংস্করণের মধ্যে আমার মনে হয় ওয়ানডে তৃতীয় অবস্থানে। ব্যক্তিগতভাবে মনে করি, ওয়ানডে ক্রিকেট ধীরে ধীরে মরে যাচ্ছে। এখনও অবশ্য বিশ্বকাপ আছে, যেটা ভীষণ আনন্দের এবং দেখতেও ভালো লাগে। এর বাইরে এমনকি আমি নিজেও সম্ভবত ওয়ানডে ক্রিকেট নিয়ে খুব বেশি আগ্রহী নই।'