জরিমানার খড়্গে ভারত ও পাকিস্তান

এশিয়া কাপের দ্বিতীয় ম্যাচে মুখোমুখি হয়েছিল দুই চিরপ্রতিদ্বন্দ্বী ভারত ও পাকিস্তান। রুদ্ধশ্বাস সেই ম্যাচে হার্দিক পান্ডিয়ার বীরত্বে ৫ উইকেটে জেতে ভারত। জমজমাট এই লড়াইয়ের পর জরিমানার খড়্গে পড়েছে দুই দল। ধীর গতির বোলিংয়ের কারণে দুই দলকে জরিমানা করেছে আইসিসি।
ধীর গতির বোলিংয়ের কারণে ম্যাচ চলাকালীনই শাস্তি (ইন-ম্যাচ পেনাল্টি) দেওয়া হয় দুই দলকে। এবার আর্থিক জরিমানাও করা হলো। দুই দলই নির্ধারিত সময়ের মধ্যে দুই ওভার কম করেছে। এ কারণে ম্যাচ ফির ৪০ শতাংশ কাটা পড়েছে দুই দলর ক্রিকেটারদের। ম্যাচের দুই দিন পর শাস্তির বিষয়টি জানিয়েছে আইসিসি।
ভারত, পাকিস্তান; কেউ-ই নিজেদের ইনিংসে নির্ধারিত সময়ের মধ্যে বোলিং সারতে পারেনি। দুই ওভার কম বোলিং করায় 'ইন-ম্যাচ পেনাল্টি' দেওয়া হয় তাদের। শেষের তিন ওভার ৩০ গজ বৃত্তের বাইরে চার জনের বেশি ফিল্ডার রাখতে পারেনি কোনো দলই।
আইসিসির নতুন নিয়ম অনুযায়ী, প্রতিটি ইনিংসেই শেষ ওভারের প্রথম বলটি করার জন্য এ 'কাট অফ' সময় বেধে দেওয়া হয়। নির্ধারিত সময়ে শেষ ওভার শুরু করতে না পারলে বাকি থাকা ওভারগুলোয় বৃত্তের ভেতরে ৫ জন্য ফিল্ডার রাখতে হয়।
ম্যাচ রেফারি জেফ ক্রোর কাছে ভারতের অধিনায়ক রোহিত শর্মা ও পাকিস্তানের অধিনায়ক বাবর আজম নিজেদের ভুল স্বীকার করে নেন। এ কারণে আনুষ্ঠানিক শুনানির প্রয়োজন হয়নি।