‘আইসিসি নয়, আমিই ক্রিকেটের বস’
নিজেকে 'দ্য ইউনিভার্স বস' বলতে পছন্দ ক্রিস গেইলের। অনেক আগে থেকেই নামটি ব্যবহার করে আসছেন তিনি। তার ব্যাটে লেখা থাকতো 'দ্য ইউনিভার্স বস'। সেটা এখন 'দ্য বস'। আইসিসির আপত্তির কারণে ইউনিভার্স শব্দটি বাদ দিলেও তিনি নিজেকে ইউনিভার্স বসই দাবি করেন। এবার তার দাবি, আইসিসি নয়; ক্রিকেটের সত্যিকারের বস তিনিই।
৩৮ বলে ৪টি চার ও ৭টি ছক্কায় গেইলের করা ৬৭ রানের সুবাদে তৃতীয় টি-টোয়েন্টিতেও অস্ট্রেলিয়াকে হারিয়েছে ওয়েস্ট ইন্ডিজ। ২ ম্যাচ হাতে রেখেই সিরিজ জিতে নিয়েছে ক্যারিবীয়রা। খুনে ইনিংস খেলার পথে টি-টোয়েন্টি ইতিহাসের প্রথম ব্যাটসম্যান হিসেবে ১৪ হাজার রান পূর্ণ হয়েছে গেইলের।
এই ম্যাচের পর সংবাদ সম্মেলনে চিরাচরিত আমুদে গেইলের দেখা মেলে। ব্যাটের স্টিকার নিয়ে কথা উঠলে গেইল হাসতে হাসতে বলে ওঠেন, 'এখানে লেখ্য দ্য বস, আসলে এটাই ইউনিভার্স বস। আইসিসি চায় না আমার ব্যাটে ইউনিভার্স বস লেখা থাকুক। এ কারণে ছোট করে 'দ্য বস' লিখেছি। আমিই বস।'
সংবাদ সম্মেলেনে যখন গেইলকে জানানো হয়, 'ইউনিভার্স বস'- এর কপিরাইট আইসিসির, ক্যারিবীয় এই কিংবদন্তি ক্রিকেটার মজার এক উত্তর দেন। তিনি বলেন, 'হ্যাঁ, হ্যাঁ, ভালো, আমাকেও এটার কপিরাইট রাখতে হবে।'
এরপর এক রিপোর্টার বলে ওঠেন, 'টেকনিক্যালি আইসিসিই ক্রিকেটের বস, তাই তো?' সঙ্গে সঙ্গে গেইলের উত্তর, 'না, না, আমিই বস, আইসিসি নয়। আমিই টেকনিক্যালি ক্রিকেটের বস।'
টি-টোয়েন্টি ক্রিকেটের এই ফেরিওয়ালা প্রায় সব প্রশ্নেরই মজার উত্তর দিয়েছেন। তিনি বলেন, 'সংখ্যা মনে রাখবেন না, ক্রিস গেইল এখনও মাঠে, এটা দেখে আপনাদের খুশি হওয়া উচিত। যতটা সময় সম্ভব, ক্রিস খেলে যাবে। সেই মুহূর্তগুলো মনে রাখবেন। ইউনিভার্স বসকে সম্মানের সঙ্গে ক্রিকেট খেলতে দিন এবং মজা করুন।'
৪১ বছর বয়সেও চার-ছক্কার ফুলঝুরি সাজিয়ে যাচ্ছেন গেইল। তৃতীয় টি-টোয়েন্টিতে অজি লেগ স্পিনার অ্যাডাম জ্যাম্পাকে টানা তিনটি ছক্কা মেরে ৫০ পূর্ণ করেন তিনি। এরপর ব্যাট উঁচিয়ে উদযাপন করেন হাফ সেঞ্চুরি। তার ব্যাটে 'দ্য বস' ছাড়াও 'সিক্স মেশিন' লেখা একটি স্টিকার আছে।