মালদ্বীপ ৬ রানে অলআউট, বাংলাদেশ জিতলো ২৪৯ রানে
দক্ষিণ এশিয়ান গেমসে (এসএ) টুর্নামেন্টের দুর্বলতম দল মালদ্বীপের বিরুদ্ধে নিয়মিত টি-টোয়েন্টি ম্যাচ খেলা বাংলাদেশ নারী ক্রিকেট দলের জয়টি অনুমিতই ছিলো। তবে তা যে এতোটা বড় ব্যবধানে হবে তা ধারণা করেননি কেউই।
এসএ গেমসে মেয়েদের ক্রিকেটে জাতীয় দলের নারী ক্রিকেটারদের দুর্দান্ত পারফরম্যান্সে মালদ্বীপকে ২৪৯ রানে হারিয়েছে বাংলাদেশ। ২০ ওভারের ক্রিকেটে বাংলাদেশের ছুঁড়ে দেওয়া ২৫৫ রানের জবাবে মালদ্বীপের মেয়েরা অলআউট হয়েছে মাত্র ৬ রানে!
টস জিতে ব্যাট করতে নেমে শুরুটা ভালো হয়নি সালমাদের। ব্যক্তিগত ৫ রানে রানআউট হয়ে বাংলাদেশের ওপেনার শামিমা সুলতানা ও ব্যক্তিগত ৭ রানে বোল্ড হয়ে সানজিদা ইসলাম ড্রেসিংরুমে ফিরে গেলে দলের হাল ধরেন নিগার সুলতানা ও ফারজানা হক।
এই দুই তরুণীর ঝড়ো ব্যাটিংয়ে ২০ ওভারে ২৫৫ রানের পাহাড়সম স্কোর গড়ে বাংলাদেশ। ৩ টি ছক্কা ও ১৪টি চারে সাজানো ৬৫ বলের ইনিংসে নিগার সুলতানা করেন ১১৩ রান। নিগারের চেয়েও বেশি স্ট্রাইক রেটে ২০ চারে মাত্র ৫৩ বল খেলে ১১০ রানে অপরাজিত থাকেন ফারজানা।
বাংলাদেশের ছুঁড়ে দেওয়া এই বিশাল রানের তাড়ায় প্রথম ওভারেই হুড়মুড় করে ভেঙ্গে পড়ে মালদ্বীপের ব্যাটিং লাইনআপ।
রান তাড়ায় প্রথম ওভারে রানের খাতা খোলার আগেই দুই উইকেট হারায় মালদ্বীপ। একের পর এক উইকেট হারিয়ে তারা অলআউট হয় ১২.১ ওভারে।
বাংলাদেশের বোলার রিতু মনি প্রথম ওভারেই ৩ উইকেট নেন। এর মধ্যে দ্বিতীয় ও তৃতীয় বলে উইকেট পেলেও হ্যাটট্রিকের মুখ দেখেননি তিনি। এরপর নিজের দ্বিতীয় ওভারেও আরও ২টি উইকেটের দেখা পান রিতু। পরের ওভারে অধিনায়ক সালমা খাতুন নেন আরও ২ উইকেট। ৩ রান তুলতেই মালদ্বীপ ততক্ষণে ৬ উইকেট হারিয়েছে। আর ৩ রান তুলতেই বাকি ৪ উইকেট হারায় দলটি। ৩টি করে উইকেট নিয়েছেন রিতু ও সালমা।
মালদ্বীপের আট ব্যাটসম্যান খুলতে পারেননি রানের খাতা। সর্বোচ্চ ২ রান আসে শাম্মার ব্যাট থেকে। অতিরিক্ত থেকেও আসে ২ রান।
নিজেদের প্রথম ম্যাচে শ্রীলঙ্কাকে ৭ উইকেটে হারায় বাংলাদেশ। এর পরের ম্যাচে নেপালকে হারায় ১০ উইকেটে।
শুক্রবার নেপাল ও শ্রীলঙ্কা ম্যাচের বিজয়ী দল ফাইনালে খেলবে বাংলাদেশের বিপক্ষে। সোনার পদকের লড়াই হবে রোববার।