মনে ভয় নিয়েই জাতীয় লিগ খেলতে নামছেন নাসির
করোনাভাইরাসের প্রকোপে দীর্ঘদিন বন্ধ ছিল দেশের সব ধরনের ক্রিকেট। দুটি টুর্নামেন্ট আয়োজন করে ক্রিকেটারদের মাঠে ফেরায় বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজ দিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে ফেরা বাংলাদেশ এখন নিউজিল্যান্ড সফরে। এবার ঘরোয়া ক্রিকেটের নিয়মিত টুর্নামেন্টগুলো শুরু করছে বিসিবি।
দেশীয় প্রতিষ্ঠান ওয়ালটনের পৃষ্টপোষকতায় ২২ মার্চ থেকে শুরু হতে যাচ্ছে জাতীয় ক্রিকেট লিগ (এনসিএল)। দেশের তিনটি ভেন্যু খুলনার শেখ আবু নাসের স্টেডিয়াম, রাজশাহীর শহীদ কামরুজ্জামান স্টেডিয়াম ও বিকেএসপিতে অনুষ্ঠিত হবে ম্যাচ। প্রায় এক বছর পর প্রথম শ্রেণির কোনো টুর্নামেন্ট শুরু হওয়া রোমাঞ্চিত সব ক্রিকেটার। কিছুদিন আগেই বিয়ের পিঁড়িতে বসা নাসির হোসেনও উচ্ছ্বসিত। তবে পুরোপুরি ফিট না থাকায় ভয়ও কাজ করছে তার মধ্যে।
রংপুর বিভাগের হয়ে মাঠে নামার আগের দিন মিরপুরে দলের সঙ্গে অনুশীলন করেছেন নাসির। সোমবার বিকেএসপির চার নম্বর মাঠে ঢাকা বিভাগের মুখোমুখি হবে তার দল। খেলা শুরু হওয়া নিয়ে নাসির বলেন, 'অবশ্যই খুব ভালো লাগছে। প্রায় এক বছর পর আমরা প্রথম শ্রেণির ক্রিকেট খেলছি। টুর্নামেন্টটা ভালোভাবে সম্পন্ন করার চেষ্টা থাকবে।'
হ্যামস্টিংয়ের ইনজুরি কাটিয়ে পুরোপুরি ফিট হয়ে উঠতে পারেননি নাসির হোসেন। যে কারণে মাঠে ভালো করার লক্ষ্যের পাশাপাশি ভয়ও থেকে যাচ্ছে তার মনে। নাসির বলেন, 'ইনজুরি এখনও আমার মাথা থেকে পুরোপুরি যায়নি সত্যি বলতে। বলব না এখনও একশ ভাগ ফিট। মনের মধ্যে ভয় কাজ করছে। চেষ্টা করছি শতভাগ ফিট হওয়ার জন্য। খেলার মাধ্যমেই ভয়টা কাটানো সম্ভব। খেলা আর জিম রানিংয়ের মাধ্যমে পুরোপুরি চোট কাটিয়ে ওঠা সম্ভব।'
শতভাগ ফিট না থাকলেও মাঠে নিজের সেরাটা দিতে চান নাসির। চার দিনের ৬ ম্যাচে ৮০০ থেকে ১ হাজার রান করতে চান তিনি, 'এটা আমার ফিরে আসার টুর্নামেন্ট। চেষ্টা থাকবে অন্ততপক্ষে সর্বোচ্চ রান সংগ্রাহক হওয়ার। যেহেতু ৬টা ম্যাচ, ৬ ম্যাচে যেন অন্তত ৮০০ বা হাজার রান করতে পারি। এটাই আমার চেষ্টা থাকবে।'
কিছুদিন আগে বিয়ে নিয়ে ঝামেলাতেই দিন কেটেছে নাসিরের। তার স্ত্রী তামিমা সুলতানার সাবেক স্বামী মামলা পর্যন্ত করেছেন। এসব বিষয় মাঠে প্রভাব ফেলবে না বলেই বিশ্বাস নাসিরের, 'এটা ক্রিকেট মাঠ। এখানে খেলতে এলে আমার মাথায় বাইরের চিন্তা থাকে না। কোনো খেলোয়াড়েরই থাকে না। বাইরে যাই হোক না কেন, ব্যাটিং-বোলিং করার সময় এসব চিন্তা থাকে না। আমি যাই করেছি বৈধভাবে করেছি।'
'হয়তো সংবাদ সম্মেলন ডেকে আপনাদের বিস্তারিত দেখিয়ে দিব। এটুকুই শুধু বলি- আমরা এতোটা গাধা না যে ডিভোর্স না দিয়ে বিয়ে করব। আর কী বলবো! দেখুন, আমরা সব কাগজপত্র সেভাবে দেখাইনি। ২-৩ জন ইউটিউবার এসব নিয়ে খবর প্রচার করছে আর মানুষজন এতোটাই অশিক্ষিত, একতরফাভাবে এসব শুনে মাতামাতি করছে।'
জাতীয় লিগ শুরুর দিনে প্রথম স্তরের ম্যাচে শেখ আবু নাসের স্টেডিয়ামে স্বাগতিক খুলনার মুখোমুখি হবে সিলেট। সাভারের বিকেএসপির চার নম্বর মাঠে লড়বে প্রথম স্তরে থাকা বাকি দুই দল ঢাকা ও রংপুর। দ্বিতীয় স্তরের ম্যাচে শহীদ কামরুজ্জামান স্টেডিয়ামে রাজশাহীর বিপক্ষে খেলবে চট্টগ্রাম। একই স্তরের ম্যাচে ঢাকা মেট্রো ও বরিশাল মুখোমুখি হবে বরিশাল জেলা স্টেডিয়ামে। ২৯ মার্চ শুরু হবে দ্বিতীয় রাউন্ডের খেলা।