জাতীয় লিগে বোলার হয়ে উঠলেন লিটন দাস
তার পরিচয় ব্যাটসম্যান, জাতীয় দলের ওপেনার তিনি। পাশাপাশি উইকেটরক্ষকের দায়িত্ব সামলাতে হয় লিটন কুমার দাসকে। কিন্তু তাকে যদি দেখা যায় বল হাতে? এমন দৃশ্য কখনও দেখা যায়নি। অনুশীলনে ভিন্ন কথা, স্বীকৃত ক্রিকেটে কখনও বোলিং করেননি লিটন। চলতি জাতীয় ক্রিকেট লিগে এই অভিজ্ঞতা হয়ে গেল তার। তিন ওভার বোলিং করলেন লিটন।
দীর্ঘদিন ব্যাট হাতে খারাপ সময় যাচ্ছে লিটনের। পুরো বিশ্বকাপে নিজের ছায়া হয়ে ছিলেন ডানহাতি এই ব্যাটসম্যান। ৮ ম্যাচে লিটনের রান ১৩৩, করতে পারেননি কোনো হাফ সেঞ্চুরি। এমন পারফরম্যান্সের পর ঘরের মাঠে পাকিস্তানের বিপক্ষে বাংলাদেশের টি-টোয়েন্টি দলে জায়গা হয়নি লিটনের। রংপুর বিভাগের হয়ে জাতীয় লিগে খেলছেন তিনি।
বিকেএসপির চার নম্বর মাঠে ঢাকা বিভাগের বিপক্ষে ম্যাচ খেলে রংপুর। প্রথম দিন বৃষ্টিতে ভেসে যাওয়ায় ম্যাচের ফল আসেনি, নিষ্প্রাণ ড্রয়ে শেষ হয় ম্যাচটি। এই ম্যাচে রংপুরের প্রথম ইনিংসে ব্যাট হাতে রানের দেখা পাননি লিটন। ৪৭ বলে ১৪ রান করে আউট হন তিনি।
ব্যাট হাতে কিছু করতে না পারলেও বল হাতে চমক নিয়ে হাজির হন লিটন। ক্যারিয়ারে প্রথমবারের মতো বোলিং করেন বাংলাদেশের এই ওপেনার। প্রথম অভিজ্ঞতা খারাপ হয়নি তার। তিন ওভার অফ স্পিনে ১৪ রান দেন লিটন, পাননি কোনো উইকেট।
ম্যাচটি নিশ্চিত ড্রয়ের পথে এগোচ্ছিল। চতুর্থ দিনে ঢাকার দ্বিতীয় ইনিংসে লিটনের হাতে বল তুলে দেন রংপুরের অধিনায়ক আকবর আলী। অনেক বোলারকেই ব্যবহার করেন আকবর। মোট ৯ জন বোলারকে দিয়ে বোলিং করান তিনি। নিজে এবং নাসির হোসেন শুধু বোলিং করেননি।
ড্র হওয়া এই ম্যাচে টস হেরে ব্যাটিং করতে নামা ঢাকা বিভাগ প্রথম ইনিংসে ১০ উইকেটে ৩৭১ রান তোলে। ৬ উইকেটে ২২ রান তুলে ইনিংস ঘোষণা করে রংপুর। দ্বিতীয় ইনিংসে ঢাকা বিভাগ ৩ উইকেটে ১৫৭ রান তোলার পর ম্যাচটি ড্র ঘোষণা করা হয়।