'ভারত চাইলে ধসে পড়বে পাকিস্তানের ক্রিকেট'
পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) সভাপতি রমিজ রাজা বলেছেন, ভারত চাইলে 'ধসে পড়বে' পাকিস্তানের ক্রিকেট, কেননা আইসিসির মোট তহবিলের ৯০ শতাংশই আসে ভারত থেকে।
সাবেক পাকিস্তানি ক্রিকেটার ও ধারাভাষ্যকার রমিজ আরও বলেন, ক্রিকেট নামক খেলাটিকে কার্যত পরিচালনা করে ভারতীয় ব্যবসায়িক প্রতিষ্ঠানগুলোই।
বৃহস্পতিবার ইসলামাবাদে আন্ত-প্রাদেশিক প্রসঙ্গে সিনেট স্ট্যান্ডিং কমিটিতে দাঁড়িয়ে এসব কথা বলেন রমিজ। তার মতে, এখনই সময় পিসিবির আইসিসির উপর অর্থের জন্য নির্ভরতা কমিয়ে স্থানীয় বাজার থেকে তহবিল খোঁজা।
'আইসিসি হলো একটি রাজনীতিকৃত প্রতিষ্ঠান যা এশীয় ও পশ্চিমা দুই ব্লকে বিভক্ত, এবং এর আয়ের ৯০ শতাংশই আসে ভারত থাকে। ব্যাপারটি খুবই ভীতিপ্রদ,' বলেন পিসিবি প্রধান।
এরপর তিনি আরও উল্লেখ করেন যে পিসিবির মোট বাজেটের ৫০ শতাংশই আসে আইসিসির তহবিল থেকে।
'এক অর্থে ভারতীয় ব্যবসায়িক প্রতিষ্ঠানগুলোই চালাচ্ছে পাকিস্তান ক্রিকেটকে এবং কাল যদি ভারতীয় প্রধানমন্ত্রী সিদ্ধান্ত নেন যে তিনি আর পাকিস্তানকে কোনো তহবিল পেতে দেবেন না, তাহলে ধসে পড়বে পাকিস্তান ক্রিকেট বোর্ড।'
সম্প্রতি নিরাপত্তা ঘাটতির অজুহাতে পাকিস্তানে নির্ধারিত সফর বাতিল করেছে নিউজিল্যান্ড ও ইংল্যান্ড, এবং সেখানে আইসিসির কাছ থেকে কোনও সাহায্যই পায়নি পিসিবি। এ ব্যাপারে নিজের ক্ষোভ প্রকাশ করে রমিজ বলেন, আইসিসি পরিণত হয়েছে একটি ইভেন্ট ম্যানেজমেন্ট কোম্পানিতে।
'নিউজিল্যান্ড যা করেছে তা কোনোভাবেই গ্রহণযোগ্য নয় কেননা তারা এখনো আমাদের সঙ্গে কোনো তথ্যই শেয়ার করেনি যে কী কারণে তারা পাকিস্তানে অনুষ্ঠিতব্য সিরিজ ছেড়ে চলে গেল। তবে এখন তারা চেষ্টা করছে সিরিজটির সূচি নতুন করে তৈরি করতে,' রমিজ বলেন।
রমিজ এ-ও বলেন যে আগামী এক সপ্তাহের মধ্যেই হয়তো বাতিল হওয়া নিউজিল্যান্ড সিরিজের ব্যাপারে কোনো সুখবর দিতে পারবেন তিনি।