আইপিএলে ক্রিকেটারদের বড় অঙ্কের ম্যাচ ফি দেওয়ার সিদ্ধান্ত
বিশ্বের সব ফ্র্যাঞ্চাইজি লিগেই কম-বেশি টাকার ঝনঝনানি আছে। বড় বড় অঙ্কে ক্রিকেটারদের দলে ভেড়ায় ফ্র্যাঞ্চাইজিগুলো। তবে ঘরোয়া ফ্র্যাঞ্জাইজি এসব আসরে ক্রিকেটারদের ম্যাচ নেই। ম্যাচ খেলার ভিত্তিতে দলের সঙ্গে হওয়া চুক্তি অনুযায়ী পারিশ্রমিক পান ক্রিকেটাররা। কিন্তু ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) আগামী আসরে দেখা যাবে ব্যতিক্রম, বড় অঙ্কের ম্যাচ ফি পাবেন ক্রিকেটাররা।
ক্রিকেট দুনিয়ার সবচেয়ে জমজমাট ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্টের আগামী আসরে প্রতি ম্যাচের জন্য সাড়ে ৭ লাখ রুপি করে পাবেন ক্রিকেটাররা। বাংলাদেশি মুদ্রায় যা ১০ লাখ ৭০ হাজার টাকারও বেশি। শনিবার সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ এক বার্তায় ঐতিহাসিক এই সিদ্ধান্তের ব্যাপারে জানিয়েছেন বোর্ড অব কন্ট্রোল ফর ক্রিকেট ইন্ডিয়ার (বিসিসিআই) সচিব জয় শাহ।
আগামী ডিসেম্বরে আইসিসির চেয়ারম্যানের দায়িত্ব গ্রহণ করার অপেক্ষায় থাকা জয় শাহ লিখেছেন, 'আইপিএলের ধারাবাহিক ও চমকপ্রদ পারফরম্যান্স উদযাপনে একটি ঐতিহাসিক পদক্ষেপ হিসেবে আমাদের ক্রিকেটারদের জন্য সাড়ে ৭ লাখ রুপি ম্যাচ ঘোষণা করছি। আইপিএল ও আমাদের ক্রিকেটারদের জন্য এটি নতুন এক যুগ।'
অর্থাৎ, ফ্র্যাঞ্চাইজির সঙ্গে চুক্তির পারিশ্রমিকের বাইরেও বড় অঙ্কের অর্থ পাবেন ক্রিকেটাররা। ম্যাচ প্রতি সাড়ে ৭ লাখ রুপি করে পেলে গ্রুপ পর্বের সব ম্যাচ (১৪টি ম্যাচ) খেলা একজন ক্রিকেটার পারিশ্রমিকের বাইরেও আয় করবেন ১ কোটি ৫ লাখ রুপি।
টিম শিটে নাম থাকা ১২জন ক্রিকেটার ম্যাচ ফি পাবেন, প্রতি ম্যাচে ম্যাচ ফি বাবদ দলগুলোর খরচা হবে ৯০ লাখ রুপি। তবে এই ব্যয় নিজেদের বহন করতে হবে না, আয়োজকরাই এই অর্থ ফ্রাঞ্চাইজিগুলোকে দেবে। ম্যাচ ফির জন্য প্রতিটি ফ্র্যাঞ্চাইজিকে ১২ কোটি ৬০ লাখ রুপি করে দেওয়া হবে। এ বাবদ আয়োজকদের মোট খরচ হবে ১২৬ কোটি রুপি।
আইপিএল খেলা ক্রিকেটাররা ভারত জাতীয় দলের ক্রিকেটারদের চেয়েও বেশি ম্যাচ ফি পাবেন। সর্বশেষ কেন্দ্রীয় চুক্তি অনুযায়ী প্রতিটি টি-টোয়েন্টির জন্য ৩ লাখ রুপি করে ম্যাচ ফি পান দেশটির ক্রিকেটাররা। আইপিএলে সেখানে এক ম্যাচ খেলেই মিলবে সাড়ে ৭ রাখ রুপি। অর্থাৎ, ভারতীয় ক্রিকেটারদের চেয়ে আড়াইগুণ বেশি ম্যাচ ফি পাবেন আইপিএল খেলা ক্রিকেটাররা।