বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজের সূচি ঘোষণা
মাঠের লড়াই শুরুর ১০ দিন আগে চূড়ান্ত হলো বাংলাদেশ-অস্ট্রেলিয়া টি-টোয়েন্টি সিরিজের সূচি। পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলতে আগামী ২৯ জুলাই বাংলাদেশে আসবে অস্ট্রেলিয়া। বৃহস্পতিবার এই সিরিজের সূচি ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
পূর্ব পরিকল্পনামাফিক সবগুলো টি-টোয়েন্টি ম্যাচই মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে আয়োজন করা হবে। ম্যাচগুলো আগামী ৩, ৪, ৬, ৭ ও ৯ আগস্ট অনুষ্ঠিত হবে। পাঁচটি ম্যাচই হবে দিবারাত্রির, তবে এখনও ম্যাচ শুরুর সময় জানানো হয়নি।
অস্ট্রেলিয়া দল এখন ওয়েস্ট ইন্ডিজ সফরে আছে। সেখান থেকে ভাড়া করা বিমানে সরাসরি বাংলাদেশে আসবে তারা। ঢাকা পৌঁছে তিন দিনের কোয়ারেন্টিন করবে সফরকারীরা। বাংলাদেশ দলও জিম্বাবুয়ে থেকে ২৯ জুলাই দেশে ফিরবে। দেশে ফিরেই জৈব সুরক্ষা বলয়ে ঢুকবেন ক্রিকেটাররা।
সবকিছু চূড়ান্ত হওয়ার পরও বাংলাদেশের করোনা পরিস্থিতির কারণে সিরিজটি আয়োজনে দুশ্চিন্তা ছিল। জৈব সুরক্ষা বলয় নিয়ে অস্ট্রেলিয়ানদের অনেক প্রশ্ন ছিল। এমনকি তারা বেশ কয়েকটি শর্তও দিয়েছে বিসিবিকে। জৈব সুরক্ষা বলয় নিয়ে দুই বোর্ডের মধ্যে কয়েক দফায় আলোচনার পর সব নিশ্চিত হয়েছে।
বিষয়টি নিয়ে বিসিবি প্রধান নির্বাহী নিজাম উদ্দিন চৌধুরী বলেছেন, 'বিসিবি ও ক্রিকেট অস্ট্রেলিয়া অক্লান্ত পরিশ্রম করেছে সিরিজের সূচি নির্ধারণ করতে। স্বাভাবিকভাবেই করোনার মধ্যে এটা চ্যালেঞ্জের বিষয়। যে কোনো ক্রিকেট সিরিজ আয়োজনের সঙ্গে স্বাস্থ্যগত নিরাপত্তা নিশ্চিত করা প্রাধান্য দিতে হয়।'
বিসিবির পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে নিজাম উদ্দিন চৌধুরী আরও বলেন, 'ক্রিকেটার ও ম্যাচ অফিসিয়ালসদের নিরাপত্তার জন্য যে জৈব সুরক্ষা বলয়ের পরিকল্পনা করা হয়েছে, তাতে আশা করি সবাই নিরাপদে থাকবে। আমরা আশা করছি দুই দল রোমাঞ্চকর ও উপভোগ্য ক্রিকেট উপহার দেবে।'