বাংলাদেশ-দক্ষিণ আফ্রিকা টেস্ট সিরিজ মিরপুর ও চট্টগ্রামে
রাজনৈতিক প্রেক্ষাপট বিবেচনায় দল পাঠানোর আগে বাংলাদেশে নিরাপত্তা প্রতিনিধি দল পাঠায় দক্ষিণ আফ্রিকা। তারা ঘুরে গিয়ে প্রতিবেদন দেওয়ার কদিন পর চূড়ান্ত হলো বাংলাদেশ-দক্ষিণ আফ্রিকার মধ্যকার দুই ম্যাচের টেস্ট সিরিজ। সিরিজটির সূচি আজ আনুষ্ঠানিকভাবে প্রকাশ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
আগামী ১৬ অক্টোবর বাংলাদেশ আসবে দক্ষিণ আফ্রিকা ক্রিকেট দল। প্রথম টেস্ট মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে শুরু হবে ২১ অক্টোবর। চলতি বছর এটাই হবে মিরপুরে প্রথম টেস্ট। গত মার্চে শ্রীলঙ্কার বিপক্ষে বাংলাদেশ দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলে সিলেট ও চট্টগ্রামে।
প্রথম টেস্ট খেলে ২৬ অক্টোবর চট্টগ্রামে যাবে দুই দল। সাগরিকার জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামের সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্ট শুরু হবে ২৯ অক্টোবর। সিরিজটি খেলে ৩ নভেম্বর দেশে ফিরবে দক্ষিণ আফ্রিকা। এই সিরিজে কোনো প্রস্তুতি ম্যাচ খেলবে না প্রোটিয়ারা, নেই অন্য কোনো ফরম্যাটের ম্যাচও।
৯ বছরেরও বেশি সময় পর বাংলাদেশ সফরে আসছে দক্ষিণ আফ্রিকা। সর্বশেষ ২০১৫ সালে বাংলাদেশে আসে তারা। সেই সফরে পূর্ণাঙ্গ সিরিজ খেলে সফরকারীরা। দুই ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ জেতে প্রোটিয়ারা। এরপর ওয়ানডেতে ঐতিহাসিক সিরিজ জেতে বাংলাদেশ। টেস্ট সিরিজটি ড্র হয়, মূলত বৃষ্টির কারণে দুটি ম্যাচই ড্র হয়।
২০০২ সাল থেকে এখন পর্যন্ত দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ১৪টি টেস্ট খেলেছে বাংলাদেশ। ১২ ম্যাচেই জেতে দক্ষিণ আফ্রিকা, দুটি টেস্ট ড্র হয় বৃষ্টির কল্যাণে। ১২টির মধ্যে ৮টিতেই ইনিংস ব্যবধানে হারে বাংলাদেশ। বাকি চার হারের তিনটিতে রানে বিশাল ব্যবধানে এবং একটিতে ৫ উইকেটে হারে তারা। ঘরের মাঠে প্রোটিয়াদের বিপক্ষে ৫ টেস্টের ৩টিতে হারে বাংলাদেশ।
বাংলাদেশ-দক্ষিণ আফ্রিকা টেস্ট সিরিজের সূচি
তারিখ | ম্যাচ | ভেন্যু |
২১-২৫ অক্টোবর | প্রথম টেস্ট | মিরপুর |
২৯অক্টোবর-২ নভেম্বর | দ্বিতীয় টেস্ট | চট্টগ্রাম |