খুব কাছে গিয়েও ঐতিহাসিক জয় পেল না নেপাল

নেপালের জয়ের জন্য শেষ ওভারে দরকার ছিল ৮ রান। ওভারটি করতে আসেন ওটনিল বার্টমান। প্রথম ৫ বল থেকে একটি চারসহ ৬ রান নেন গুলশান ঝা। জয়ের জন্য শেষ বলে দরকার ছিল ২ রান। কিন্তু ঝা বল ব্যাটেই লাগাতে পারেননি।...