যুক্তরাষ্ট্রের ভিসা না পাওয়ায় বিশ্বকাপ খেলা হচ্ছে না লামিচানের
শেষ পর্যন্ত বিশ্বকাপ খেলা হচ্ছে না সন্দীপ লামিচানের। যুক্তরাষ্ট্রের ভিসা না পাওয়ায় এই নেপালি স্পিনার যেতে পারছেন না দলের সঙ্গে। এর কারণে, ধর্ষণ মামলা থেকে মুক্তি পেয়েও বিশ্বকাপ খেলা হচ্ছে না এই লেগ স্পিনারের।
এক অপ্রাপ্তবয়স্ক কিশোরীকে ধর্ষণের দায়ে আট বছরের কারাদণ্ড পেয়েছিলেন লামিচানে। আপিল করার পর সেই সাজা থেকে মুক্তিও পান এই স্পিনার। কিন্তু তাতেও কোনো লাভ হয়নি, লামিচানেকে ভিসা দেয়নি যুক্তরাষ্ট্র।
ধর্ষণের দায়ে সাজা পাওয়ার পর নেপাল ক্রিকেট বোর্ডও লামিচানেকে নিষিদ্ধ করে। কিন্তু সাজা উঠে যাওয়ার পর নিষেধাজ্ঞাও তুলে নেওয়া হয়। এতে লামিচানের বিশ্বকাপ খেলার সম্ভাবনা উজ্জ্বল হয়ে ওঠে।
কিন্তু আয়োজক দেশ যুক্তরাষ্ট্র ভিসা না দেওয়ায় সেই স্বপ্ন আর পূরণ হচ্ছে না লামিচানের। ২৩ বছর বয়সী লেগ স্পিনারকে মাঠের বাইরে থেকেই দলের জন্য গলা ফাটাতে হবে।