সবজি বলে আসলে কিছু নেই, তারপরও কেন খাবেন!

উদ্ভিদের যে অংশটি তার বীজ ধারণ করে উদ্ভিদবিজ্ঞানে নির্দিষ্টভাবে সেটিকে 'ফল' বলা হয়। কিন্তু, সবজি হলো নানা উদ্ভিদের ভোজ্য অংশকে বোঝানোর জন্য ব্যবহৃত একটি প্রতিনিধিত্বমূলক শব্দ।