ঋণের ভারে 'জর্জরিত' যুক্তরাষ্ট্র; এখন দৈনিক সুদই পরিশোধ করতে হচ্ছে ৩০০ কোটি ডলার
পেন ওয়ার্টন বাজেট মডেলের একটি সাম্প্রতিক বিশ্লেষণ বলছে, ডোনাল্ড ট্রাম্প বা কমলা হ্যারিস, যে-ই প্রেসিডেন্ট হোন না কেন, বাজেট ঘাটতি বাড়বে। তবে ট্রাম্প প্রশাসনের অধীনে ঘাটতি আরও বেশি বাড়তে পারে।