সিঙ্গেল ফাদার: যাকে সব ভারই নিতে হয়!

আশপাশে প্রায়ই একা বাচ্চার লালনপালন করা মায়েদের দেখা মেলে। সিঙ্গেল মাদারদের নানান সমস্যা নিয়ে আলোচনাও হয় অনেক। কিন্তু সিঙ্গেল ফাদারের ধারণাটি দেশে এখনো সীমিত। মা আর বাবা উভয়ের দায়িত্ব একসঙ্গে পালন...