যে সিঙ্গেল মাদারের ফোন কেনার সামর্থ্য ছিল না, তারই ছেলে জেফ বেজোস এখন ১৬৩.৫ বিলিয়ন ডলারের মালিক!

জেফের বাবা টেড ইয়োর্গেনসেনকে ডিভোর্স দেওয়ার পরে সেক্রেটারি হিসেবে চাকরি নেন জ্যাকলিন। ওই চাকরি থেকে তিনি মাসে মাত্র ১৯০ ডলার আয় করতেন, অথচ আজ তিনি নিজেও ৩০ বিলিয়ন ডলারের মালিক।