রেকর্ড গড়ে পিএসজিকে ফ্রেঞ্চ সুপার কাপ জেতালেন এমবাপ্পে

মাঠের বাইরে নাটক চললেও মাঠে যে এমবাপ্পে একজন আপাদমস্তক পেশাদার, তা আরেকবার প্রমাণ করলেন তিনি। পিএসজিকে ফ্রেঞ্চ সুপার কাপের শিরোপা তো জিতিয়েছেনই, সঙ্গে ব্যক্তিগত এক রেকর্ডও গড়েছেন ফরাসি তারকা।