ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার নেপালের তারকা ক্রিকেটার লামিচানে

এ ঘটনায় জাতীয় দলের অধিনায়কত্ব হারান লামিচানে। নেপালের তারকা এই ক্রিকেটার বাদ পড়েন সিপিএল থেকেও। তাকে ধরতে ইন্টারপোল পর্যন্ত যায় নেপালের পুলিশ।